Ads (728x90)

"এ" গ্রুপে শীর্ষে ওঠার লড়াইয়ে পার্ক দেস প্রিন্সেসে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে ফ্রেঞ্চ লিগ চ্যাম্পিয়ন পিএসজি। এদিকে, সিএসকেএ মস্কোর প্রতিপক্ষ ইপিএলে দুর্দান্ত সময় পার করা ম্যানচেস্টার ইউনাইটেড। এবং এমিরেটস স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ সেভিয়া। সবগুলো ম্যাচ শুরু হবে, আজ বাংলাদেশ সময় রাত পৌনে একটায়।কাগজে কলমের শক্তিমত্তা কিংবা তারকা দ্যুতি। কেউ কারো থেকে কম নয়। দু'দলের সেরা একাদশেই রয়েছে ক্লাবের পক্ষে সর্বোচ্চ গোলদাতা তারকা স্ট্রাইকার। 

বলছিলাম বর্তমান উয়েফা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও ফ্রেঞ্চ লিগ চ্যাম্পিয়ন পিএসজির কথা। তারকা বহুল দু'দলের গ্রুপ টেবিলের শীর্ষে ওঠার লড়াই তাই উত্তাপ ছড়াচ্ছে মাঠ ও মাঠের বাইরে।এরই মধ্যে সাবেক মাদ্রিদিস্তান তারকা উঙ্গার ডি মারিয়া ঘোষণা দিয়েছেন তিনি গোল করলে উৎসব করবে না। কিন্তু, এখন পর্যন্ত ৫ বার রিয়ালের মুখোমুখি হয়ে জয় বঞ্চিত লরা ব্লা'র শীষ্যরা কি পারবে জয়ের ধারায় ফিরতে। 

তবে, ঘরের মাঠে গত ৩৫ ম্যাচে মাত্র একবার হারের তিক্ততা নেয়া ফ্রেঞ্চ লিগ চ্যাম্পিয়নদের স্বস্তি দেবে স্ট্রাইকার মার্কো ভেরাত্তি ও থিয়াগো মাতার দলে ফেরা। সেই সাথে রয়েছে পিএসজির জার্সি গায়ে ১১০ গোল করে ক্লাবের পক্ষে সর্বোচ্চ গোলদাতা হওয়া ইব্রাহিমোভিচের দুর্দান্ত ফর্ম।


তবে, হাঁটুর ইনজুরির কারণে সেরা একাদশে থাকছে না ডেভিড লুইস ও জার্মান গোলরক্ষক কেভিন ট্রাপ। তবে, ২০০৪ সালের পর সবসময় ঘরের মাঠে গোল করার রেকর্ড থেকে অনুপ্রেরণা পাবে লরা ব্লা'র শীষ্যরা।

অন্যদিকে, রোমার বিপক্ষে গোল করে রাউল গঞ্জালেসকে পিছনে ফেলে মাদ্রিদিস্তানের জার্সি গায়ে সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোল্ডেন সু জয়ী এই তারকা স্ট্রাইকার রয়েছেন দুর্দান্ত ফর্মে। কিন্তু, ইনজুরি আক্রান্ত খেলোয়াড়দের দীর্ঘ তালিকা বিপাকে ফেলেছে রিয়াল বস বেনিতেজকে। ইনজুরির কারণে মাঠের বাইরে থাকছেন করিম বেনজেমা, দানি কারভাহাল, সার্জিও রামোস, হামিস রদ্রিগেজ, পেপে ও লুকা মাদ্রিজ। সেই সাথে শঙ্কা রয়েছে গ্যারেথ বেলকে ঘিরে। তাই জয়ের জন্য বেনিতেজকে সিআরসেভেনের সাথে আস্থা রাখতে হবে দানিলোর উপর।

এদিকে, দিনের অন্য ম্যাচে অ্যারেনা খিমকিতে, সিএসকে মস্কো আতিথ্য দেবে ম্যানচেস্টার ইউনাইটেডকে। কোন ইনজুরি সমস্যা না থাকলেও, লিগে গেল ১৮ ম্যাচ জয় বঞ্চিত থাকার ক্ষত পোড়াবে রাশিয়ার ক্লাবটিকে।

অন্যদিকে, ইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছে ম্যান ইউনাইটেড। কিন্তু, লুক'শ ও অ্যাশলে ইয়ংয়ের ইনজুরি কিছুটা চিন্তায় ফেলেছে বস ভ্যান হলকে। বিপদের মাত্রা আরো বৃদ্ধি করেছে সফরকারী হিসেবে গেলো ৩ ম্যাচ ম্যান ইউনাইটেডের হারের পরিসংখ্যান।

একটি মন্তব্য পোস্ট করুন