Ads (728x90)

প্রতিদিন অন্তত ২ মিনিট হাসুনঃ ০৩
হাসি- আমাদেরকে সুস্থ সবল ও কাজের প্রতি মনযোগী করে তোলে। আর তাই আমাদের এই আয়োজনে আছে আপনাকে হাসানোর জন্য একটু ছোট্ট প্রয়াস।
১।
শিক্ষকঃ তোমরা ওয়াদা কর যে, কখনোও সিগারেট পান করবে না।
ছাত্ররাঃ ওকে স্যার পান করবো না।
শিক্ষকঃ মেয়েদের পিছে পিছে
ঘুরবেনা।
ছাত্ররাঃ ওকে স্যার ঘুরবো না।
শিক্ষকঃ ওদের কখনোও ডিস্টার্ব করবে না।
ছাত্ররাঃ ওকে স্যার, ডিস্টার্ব করবো না।
শিক্ষকঃ দেশের জন্য জীবন কোরবান করবে।
ছাত্ররাঃ অবশ্যই স্যার,
.
এই রকম জীবন দিয়ে আর করবইবা কি।

২।
সকাল বেলায় বল্টুকে তার মা দোকানে পাঠালো সিমেন্ট আনতে। 
দোকান তখন সবেমাত্র খুলেছে। মালিক এত ভোরে কাস্টমার দেখে ব্যাস্ত হয়ে পড়ল।
"ওই তোরা স্যারকে বসতে দে, চা আনা।"
চা-বিষ্কুট খাবার পর বল্টু বলল-"ধুর, এতো সকালে কি চা-বিস্কুটে কাম হয়..?"
"ওই, তাইলে স্যারের লাগি পরোটা আন। ইয়ে স্যার কয়ব্যাগ সিমেন্ট লাগবে..?"
পরোটা খাবার পর, বল্টু বলল "ধুর, পরোটা খেতে আসিনি, সকালে ভাত ছাড়া অন্য কিছু খাই না। নাকি অন্য দোকানে যাবো..?"
দোকানি নিরুপায় হয়ে তখন ভাত এনে খাওয়ালো।
দোকানি : স্যার এবার বলুন কত ব্যাগ সিমেন্ট লাগবে আপনার..?
বল্টু : এতকিছু খাওয়ার পর একটা কোক হলে মন্দ হয় না।
অগত্যা দোকানি নিরুপায় হয়ে কোক এনে খাওয়ালো।
দোকানি : স্যার কতগুলো সিমেন্ট দেবো..?
বল্টু এবার ধিরে সুস্থে বললো,
.
"না মানে বেশি তো লাগবেনা, মায়ের মাটির কলসিটা ভেঙে গেছে তো। আমাকে ৫ টাকার
সিমেন্ট দিন।

৩।
পাপ্পু বিবাহিত হওয়া স্বত্বেও বউকে লুকিয়ে অন্য মেয়ের সাথে
প্রেম করে। একদিন চুমু খাওয়ার সময় গার্লফ্রেন্ড তাকে বলল.....‘‘তোমার দাড়ি সেভ কর, দেখতে বাজে লাগে।"
পাপ্পু মনে মনে ভাবল.....
*বউ ভালবেসে এই দাড়ি রাখতে
বলেছে, আমি সেভ করলে সে আমাকে মেরে ফেলবে*
তাই বলল "অসুবিধা আছে, দাড়ি সেভ করা যাবেনা।"
রেগে গিয়ে গার্লফ্রেন্ড বললঃ
"হয় দাড়ি সেভ করবে, নইলে এই বন মানুষের মত দাড়িওলা মুখ
আমার সাথে আর দেখা করবে না।”
নিরুপায় হয়ে রাতে বাড়ি ফেরার
পথে পাপ্পু সেলুনে দাড়ি কেটে ফেলল। বাড়ি এসে দেখে বউ সব আলো নিভিয়ে ঘুমিয়ে পড়েছে।
বউ-এর গালি খাওয়ার ভয় নিয়ে
পাপ্পু চুপিচুপি ঘরে ঢুকে দরজা
আটকে বউ-এর পাশে শুয়ে পড়ে।
কিছুক্ষন পর.....
পাপ্পুর বউ পাশ ফিরে তার গালে
হাত বুলিয়ে চমকিয়ে বলে ওঠে বলল,

“কেল্টু তুমি এখনো যাওনি..?
একটু পরেই আমার স্বামী এসে পড়বে পালাও তাড়াতাড়ি

৪।
অনেকদিন বাদে জামাই আসছে তাই শাশুড়ি ভালো ভালো রান্না
করছে। পোলাও, মাংস, রুই মাছ, কোপ্তা, কালিয়া, দই, বেগুনভাজি এবং পাটশাক।
তো শাশুড়ি প্রথমে জামাইর প্লেটে একগাদা পাটশাক তুলে দিল।
জামাই তাড়াতাড়ি সেটুকু খেয়ে ফেলল।
এদেখে শাশুড়ি বলে উঠলেন "বাবা তোমার বুঝি পাটশাকটা খুব ভালো লেগেছে, আরেকটু দেই..?"
বলতে বলতে আরেকগাদা পাটশাক জামাইয়ের প্লেটে তুলে দিলেন তিনি।
জামাই একটু মনক্ষুণ্ন হল। খাওয়ার
এতো আইটেম; বড় বড় মাংসের
টুকরা, মাছের পেটি তাকে হাতছানি দিয়ে ডাকছে।
এখন তো শুধু পাটশাক খেয়েই পেট ভরে গেল।
জামাই ঐটুকুও খেয়ে শেষ করতেই
শাশুড়ি বললেন, "বাবা আরো একটু দেব..?"
জামাই তখন খাওয়া ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল,
"আম্মা আপনার আর কষ্ট করে প্লেটে শাক তুলে দেয়া লাগবেনা,

পাটক্ষেতটা দেখাইয়া দেন, আমি গিয়া খাইয়া আসি।

৫। অনেকদিন বাদে জামাই আসছে তাই শাশুড়ি ভালো ভালো রান্না
করছে। পোলাও, মাংস, রুই মাছ, কোপ্তা, কালিয়া, দই, বেগুনভাজি এবং পাটশাক।
তো শাশুড়ি প্রথমে জামাইর প্লেটে একগাদা পাটশাক তুলে দিল।
জামাই তাড়াতাড়ি সেটুকু খেয়ে ফেলল।
এদেখে শাশুড়ি বলে উঠলেন "বাবা তোমার বুঝি পাটশাকটা খুব ভালো লেগেছে, আরেকটু দেই..?"
বলতে বলতে আরেকগাদা পাটশাক জামাইয়ের প্লেটে তুলে দিলেন তিনি।
জামাই একটু মনক্ষুণ্ন হল। খাওয়ার
এতো আইটেম; বড় বড় মাংসের
টুকরা, মাছের পেটি তাকে হাতছানি দিয়ে ডাকছে।
এখন তো শুধু পাটশাক খেয়েই পেট ভরে গেল।
জামাই ঐটুকুও খেয়ে শেষ করতেই
শাশুড়ি বললেন, "বাবা আরো একটু দেব..?"
জামাই তখন খাওয়া ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল,
"আম্মা আপনার আর কষ্ট করে প্লেটে শাক তুলে দেয়া লাগবেনা,
.
পাটক্ষেতটা দেখাইয়া দেন, আমি গিয়া খাইয়া আসি।

একটি মন্তব্য পোস্ট করুন