দুর্গাপূজায় বর্ণিল সাজে সেজেছে চট্টগ্রাম। পূজামণ্ডপে এসেছে বৈচিত্র্য। সমকালীন নানা বিষয় স্থান পেয়েছে তাতে। মাতৃ আরাধনার নানামুখী আয়োজন মুগ্ধ করেছে পূজারিদের।
গোপনে কিংবা প্রকাশ্যে নানা অজুহাতে নির্দয়ভাবে পেটানো হচ্ছে শিশুকে। একপর্যায়ে শোনা যায় মৃত্যুর কোলে ঢলে পড়া শিশুর মায়ের করুণ আর্তনাদ। চট্টগ্রাম নগরের টেরিবাজার বাইলেইনের পূজামণ্ডপে ফুটে উঠেছে দানবরূপী মানুষের হাতে নির্যাতিত শিশুর এই চিত্র। হাজারি গলির মণ্ডপে উঠে এসেছে সমুদ্রপথে দালালের হাত ধরে অনিশ্চয়তার পথে পা বাড়ানো মানুষের চরম দুর্দশার নানাদিক। একেবারেই ভিন্ন ধাঁচের এসব পূজামণ্ডপে এসে অভিভূত পূজারিরা।
এমন আনন্দময় পরিবেশ ধরে রাখতে এবার চট্টগ্রামে বিজিবি মোতায়েনসহ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এ নিয়ে সন্তুষ্ট জানিয়েছেন চট্টগ্রাম পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রত্নাকর দাশ টুনু এবং পূজা উদযাপন পরিষদও।
এবার চট্টগ্রামে ২৩১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গোৎসব। পূজামণ্ডপের চিত্রে তুলে ধরা দুষ্টলোকদের বিনাশ করে একটি সুন্দর সমাজ নির্মাণে দেবী দুর্গার আশীর্বাদ চাইছেন পূজারিরা।
একটি মন্তব্য পোস্ট করুন