Ads (728x90)

 চিকিৎসায় অবহেলার অভিযোগে রাজধানীর স্কয়ার হাসপাতাল ও ফার্মার অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করেছে সাইবার ৭১। রোববার সাড়ে ১২টায় ওয়েবসাইট দুটিতে হানা দেয় বাংলাদেশী এই হ্যাকার গ্রুপ।
সম্প্রতি হাসপাতালটিতে চিকিৎসা অবহেলায় এক ব্যক্তি মারা যাওয়ার অভিযোগ উঠেছে। অনিয়ম নিয়ে মৃত ব্যক্তির লিখে যাওয়া ফুটনোট দেখিয়ে ওই ব্যক্তির আত্মীয়স্বজন অনিয়মের এই অভিযোগ করেন। এরপর বিষয়টি নিয়ে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

ওয়েবসাইট দুটি হ্যাকের লিংক পোস্ট করে হ্যাকার গ্রুপটি তাদের অফিসিয়াল ফেইসবুক ফ্যান পেইজে স্কয়ার হাসপাতালকে উদ্দেশ্য করে লিখে, বাংলাদেশে নামি-দামি হাসপাতাল হিসেবে আপনাদের নাম তালিকার প্রথম সারিতেই থাকে কিন্তু সেই আপনাদের বিরুদ্ধেই রোগীদের অনিয়মের অভিযোগ।
11295605_408823972635104_6601747533699390545_n
সব অভিযোগ ফিরিয়ে দিলেও আপনাদের হাসপাতালে চিকিৎসাধীন থাকা এই মৃত ব্যাক্তির চিঠিগুলোকে অস্বীকার করতে পারবেন?
পোস্টটিতে তারা আরো লিখেছে, শুধু টাকা না চিনে মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করুন। মানুষের ভালোবাসার কাছে টাকা বিষয়টা মূল্যহীন। আশা করি ব্যাপারটা মনে থাকবে।
সাইবার ৭১ এর সদস্য তানজিম আল ফাহিম টেকশহরডটকমকে জানান, স্কয়ার যদি সতর্ক না হয় এবং এরকম অভিযোগ প্রমানিত হয় তাহলে অদের বিরুদ্ধে আরো বড় ধরনের সাইবার আক্রমনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বেলা ৩টা পর্যন্ত ওয়েবসাইট দুটি সচল করতে পারেনি স্কয়ার কর্তৃপক্ষ।

একটি মন্তব্য পোস্ট করুন