প্রতিদিন অন্তত ২ মিনিট হাসুনঃ ০৪
হাসি- আমাদেরকে সুস্থ সবল ও কাজের প্রতি মনযোগী করে তোলে। আর তাই আমাদের এই আয়োজনে আছে আপনাকে হাসানোর জন্য একটু ছোট্ট প্রয়াস।
হাসি- আমাদেরকে সুস্থ সবল ও কাজের প্রতি মনযোগী করে তোলে। আর তাই আমাদের এই আয়োজনে আছে আপনাকে হাসানোর জন্য একটু ছোট্ট প্রয়াস।

১।
শিক্ষকঃ Object সহ একটা ইংরেজি বাক্য বল।
বিল্টুঃ You are very honest man.
শিক্ষকঃ এই বাক্যে object কী..?
বিল্টুঃ ভালো নম্বর পাওয়া।
বিল্টুঃ You are very honest man.
শিক্ষকঃ এই বাক্যে object কী..?
বিল্টুঃ ভালো নম্বর পাওয়া।
শিক্ষকঃ ‘বঙ্গানুবাদ করো—It
has been raining cats and dogs.
বিল্টুঃ ‘বিলাই কুকুর দৌড়াচ্ছে, কারণ বৃষ্টি পড়বে।’
has been raining cats and dogs.
বিল্টুঃ ‘বিলাই কুকুর দৌড়াচ্ছে, কারণ বৃষ্টি পড়বে।’
শিক্ষকঃ চোর সম্পর্কে একটা ভালো উদাহরণ দিতে পারবে..?
বিল্টুঃ চোর পালালে বুদ্ধি বাড়ে। অতএব নিজেকে বুদ্ধিমান করে গড়ে তোলার জন্য চোরকে সব
সময়ই পালাতে দিতে হবে
বিল্টুঃ চোর পালালে বুদ্ধি বাড়ে। অতএব নিজেকে বুদ্ধিমান করে গড়ে তোলার জন্য চোরকে সব
সময়ই পালাতে দিতে হবে
শিক্ষকঃ বাঙ্গালী জাতির প্রধান বৈশিষ্ট্য কি..?
বিল্টুঃ বাঙ্গালী একাই একশ হয়, কিন্তু একশ বাঙ্গালী কখনই এক
হতে পারে না।
বিল্টুঃ বাঙ্গালী একাই একশ হয়, কিন্তু একশ বাঙ্গালী কখনই এক
হতে পারে না।
২।
যাহা চকচক করে তাহাই সোনা নয়●
স্বামী আর স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায়। তারা দেখল একটি বানর তার সঙ্গীনির সাথে খেলছে, খুনসুটি করছে। স্ত্রী দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল : "কী চমৎকার ভালোবাসার দৃশ্য।"
এরপর তারা গেল সিংহদের খাঁচার কাছে। দেখল সিংহ খাঁচার একপাশে চুপচাপ বসে আছে। সিংহীটাও অদূরে অন্য দিকে ফিরে বসে আছে। স্ত্রী দেখে বলল : "আহ! ভালোবাসার কী নির্মম
পরিণতি।"
স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে
হাঁটছিল। এবার নীরবতা ভঙ্গ করে বললেন : "ধরো এই কাঁচের টুকরাটা । সিংহীর দিকে ছুঁড়ে মারো, আর দেখো কী ঘটে।"
মহিলাটি যখন কাঁচের টুকরোটা ছুঁড়ে মারল, সিংহ ক্ষিপ্ত হয়ে গেল।
সঙ্গীনিকে বাঁচানোর জন্য গর্জে উঠল।
স্বামী : এবার মেয়ে বানরটার দিকে ছুঁড়ে মারো, দেখ কী ঘটে। পুরুষ বানরটার আচরণ লক্ষ্য কর।
স্ত্রী কাঁচের টুকরোটা বানরীর দিকে ছুঁড়ে মারল। দেখা গেল ছুঁড়ে মারার আগেই বানরটা আত্মরক্ষার্তে ছুটে পালিয়ে গেল।
সঙ্গীনির দিকে ফিরেও তাকাল না।
স্বামী বলল : "মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রভাবিত হয়ে যেয়ো না। অনেক মানুষ আছে যারা তাদের লোক দেখানো আবেগ-অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে।
আবার অনেক মানুষ আছে যারা তাদের ভেতরে গভীর অনুরাগ- ভালবাসা লুকিয়ে রাখে। আর
বর্তমানে সিংহদের চেয়ে বানরদের সংখ্যাই বেশি
স্বামী আর স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায়। তারা দেখল একটি বানর তার সঙ্গীনির সাথে খেলছে, খুনসুটি করছে। স্ত্রী দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল : "কী চমৎকার ভালোবাসার দৃশ্য।"
এরপর তারা গেল সিংহদের খাঁচার কাছে। দেখল সিংহ খাঁচার একপাশে চুপচাপ বসে আছে। সিংহীটাও অদূরে অন্য দিকে ফিরে বসে আছে। স্ত্রী দেখে বলল : "আহ! ভালোবাসার কী নির্মম
পরিণতি।"
স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে
হাঁটছিল। এবার নীরবতা ভঙ্গ করে বললেন : "ধরো এই কাঁচের টুকরাটা । সিংহীর দিকে ছুঁড়ে মারো, আর দেখো কী ঘটে।"
মহিলাটি যখন কাঁচের টুকরোটা ছুঁড়ে মারল, সিংহ ক্ষিপ্ত হয়ে গেল।
সঙ্গীনিকে বাঁচানোর জন্য গর্জে উঠল।
স্বামী : এবার মেয়ে বানরটার দিকে ছুঁড়ে মারো, দেখ কী ঘটে। পুরুষ বানরটার আচরণ লক্ষ্য কর।
স্ত্রী কাঁচের টুকরোটা বানরীর দিকে ছুঁড়ে মারল। দেখা গেল ছুঁড়ে মারার আগেই বানরটা আত্মরক্ষার্তে ছুটে পালিয়ে গেল।
সঙ্গীনির দিকে ফিরেও তাকাল না।
স্বামী বলল : "মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রভাবিত হয়ে যেয়ো না। অনেক মানুষ আছে যারা তাদের লোক দেখানো আবেগ-অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে।
আবার অনেক মানুষ আছে যারা তাদের ভেতরে গভীর অনুরাগ- ভালবাসা লুকিয়ে রাখে। আর
বর্তমানে সিংহদের চেয়ে বানরদের সংখ্যাই বেশি
৩।
আজ সকালে এক বোকা ব্যাক্তি পার্কে jogging করতে বের হয়েছেন। এমন সময় একজন ভদ্রলোকের সাথে ধাক্কা খান।
ভদ্রলোক তাকে বলে, "এই ইডিয়েট রাস্তা দেখে চলতে পারো না।"
বোকা লোকটি ইংলিস জানত না। সে ভাবল সে মোটা তাই তাকে ইডিয়েট বলেছে। সে ভদ্র লোকটিকে বলল,
"আমি আর কি এমন ইডিয়েট, আমার চেয়ে আমার বাবা আরও বড় ইডিয়েট।"
ভদ্রলোক তাকে বলে, "এই ইডিয়েট রাস্তা দেখে চলতে পারো না।"
বোকা লোকটি ইংলিস জানত না। সে ভাবল সে মোটা তাই তাকে ইডিয়েট বলেছে। সে ভদ্র লোকটিকে বলল,
"আমি আর কি এমন ইডিয়েট, আমার চেয়ে আমার বাবা আরও বড় ইডিয়েট।"
৪।
বাড়ি থেকে পালাচ্ছে এক তরুনী। গেটের কাছে অপেক্ষা করছে তার প্রেমিক। উভয়ের মধ্যে কথা হচ্ছে---
প্রেমিক : তোমার বাবা টের পাননি তো..?
প্রেমিকা : উনি বাসাই নেই।
প্রমিক : বল কি? এত রাতে বাসার বাইরে..?
প্রেমিকা : হ্যাঁ,
.
আমাদের জন্য টেকসি ডাকতে গেছেন
প্রেমিক : তোমার বাবা টের পাননি তো..?
প্রেমিকা : উনি বাসাই নেই।
প্রমিক : বল কি? এত রাতে বাসার বাইরে..?
প্রেমিকা : হ্যাঁ,
.
আমাদের জন্য টেকসি ডাকতে গেছেন
৫।
৩ জন মাতাল রাতে একটা গাড়িতে উঠল। ড্রাইভার বোঝতে পারল যে তারা মাতাল।
ড্রাইভার গাড়ির ইঞ্জিন চালু করল, এবং সাথে সাথে বন্ধ করে ফেলল আর তাদেরকে বলল যে তারা নাকি গন্তব্যস্থলে পৌঁছে গেছে।
৩ মাতাল গাড়ি থেকে নামল তারপরঃ
১ম মাতালঃ ধন্যবাদ।
২য় মাতালঃ নিন, ১০ টাকা বকশিস দিলাম।
তখন ৩য় মাতাল ড্রাইভারকে দিল একটা থাপ্পর।
ড্রাইভার মনে করল যে লোকটা বোধ হয় মাতাল না, হয়ত সবকিছু বোঝে ফেলেছে। তবুও ড্রাইভার তাকে জিজ্ঞেস করলঃ থাপ্পর মারলেন কেন..??
৩য় মাতালঃ শালা,
এত স্পীডে কি কেউ গাড়ি চালায়...? আর একটু হলে মেরেই তো ফেলেছিলেন শালা।
ড্রাইভার গাড়ির ইঞ্জিন চালু করল, এবং সাথে সাথে বন্ধ করে ফেলল আর তাদেরকে বলল যে তারা নাকি গন্তব্যস্থলে পৌঁছে গেছে।
৩ মাতাল গাড়ি থেকে নামল তারপরঃ
১ম মাতালঃ ধন্যবাদ।
২য় মাতালঃ নিন, ১০ টাকা বকশিস দিলাম।
তখন ৩য় মাতাল ড্রাইভারকে দিল একটা থাপ্পর।
ড্রাইভার মনে করল যে লোকটা বোধ হয় মাতাল না, হয়ত সবকিছু বোঝে ফেলেছে। তবুও ড্রাইভার তাকে জিজ্ঞেস করলঃ থাপ্পর মারলেন কেন..??
৩য় মাতালঃ শালা,
এত স্পীডে কি কেউ গাড়ি চালায়...? আর একটু হলে মেরেই তো ফেলেছিলেন শালা।
একটি মন্তব্য পোস্ট করুন