Ads (728x90)

জাতীয় পরিচয়পত্রের (এনআইডিভুল সংশোধনের জন্য ‘বিশেষ সুযোগ’ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে চলতি মাসের অর্থাৎ ৩১ অক্টোবরের মধ্যে আবেদনকারীদের অগ্রাধিকার ভিত্তিতে সংশোধন সেবা দেওয়া হবে। গতকাল ইসি সচিব সিরাজুল ইসলাম বিষয়টি জানান। তিনি বলেনখুব শিগগিরই উন্নতমানের এনআইডি বা স্মার্ট কার্ড দেওয়া হবে। যা প্রস্তুত করতে অনেক খরচ হবে। এছাড়া স্মার্ট কার্ডে ভুল থাকলে তা নাগরিকদেরও অস্বস্তিতে ফেলবে। তাই ভুলের সংখ্যা ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনতে ৩১ অক্টোবর পর্যন্ত ‘বিশেষ সুযোগ’ দেওয়া হবে নাগরিকদেরবলেন সিরাজুল ইসলাম। 
তিনি বলেনএনআইডি সংশোধনের জন্য এ সময় ঢাকায় আসারও প্রয়োজন নেই। ইতোমধ্যে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। যাতে স্থানীয় পর্যায়ে ভুল সংশোধনের আবেদন নেওয়া হয়। একই সঙ্গে দ্রুত সেসব আবেদন নির্বাচন কমিশনের পাঠানোর কথাও বলা হয়েছে বলে জানান ইসি সচিব। ইসি সচিব সিরাজুল ইসলাম বলেনসংশোধনের প্রক্রিয়াটি চলমান। এটি সারা বছর ধরেই চলবে। তবে স্মার্ট কার্ডের ভুল ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনতে নাগরিকদের এ সুযোগ দেওয়া হচ্ছে। তাই যারা নির্ধারিত এই সময়ের মধ্যে আবেদন করবেন তাদের আবেদন গুরুত্ব সহকারে নিয়ে সমাধান দেওয়া হবে। যাদের আবেদন সংশোধনযোগ্যতা বিচার বিশ্লেষণ করে অগ্রাধিকার ভিত্তিতেই করে দেওয়া হবে। আর যদি সংশোধন যোগ্য না হয় তবে তাও তাৎক্ষণিক জানিয়ে দেওয়া হবেবলেন তিনি। ইসি সূত্র জানায়জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্ষেত্রে ব্যাংকে ১৫ শতাংশ ভ্যাটসহ (মূল সংযোজন কর২০০ টাকা ফি জমা দিয়ে নির্দিষ্ট ফরমে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে আবেদন করতে হবে।
সংশোধনের আবেদন ফরম www.ec.org.bd বা www..nidw.gov.bd নামের ওয়েবসাইট দু’টি থেকে ডাউনলোডের ব্যবস্থা রয়েছে। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় দলিলপত্র বা কাগজাদি সংযুক্ত করতে হবে। সংশোধনের জন্য ফি বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দেওয়া যাবে। এক্ষেত্রে চালান ফরমে (কোড নম্বর০৬০১০০০১১৮৪৭জাতীয় পরিচয়পত্রের জন্য ‘সচিবনির্বাচন কমিশন’ এর অনুকূলে এ ফি জমা দিতে হবে। ভ্যাট জমা দিতে হবে ‘১১১৩৩০০০০০৩১১’ কোড নম্বরে। ভ্যাটের ‘০০০০’ এর স্থলে নির্দিষ্ট কমিশনারেটের কোড লিখতে হবে। ঢাকা (পূর্বএর কমিশনারেটের কোড ০০৩০ঢাকা পশ্চিমের ০০৩৫ঢাকা উত্তরের ০০১৫ এবং ঢাকা দক্ষিণের কমিশনারেটের কোড ০০১০। এদিকে কুমিল্লা কমিশনারেটের কোড ০০৪০সিলেটের ০০১৮রংপুরের ০০৪৫যশোরের ০০০৫খুলনার ০০০১রাজশাহীর ০০২০ এবং চট্টগ্রামের কোড ০০২৫। বর্তমানে দেশে ৯ কোটি ৬২ লাখ ভোটার রয়েছে। এর মধ্যে প্রায় ৯ কোটি ২০ লাখ নাগরিককের এনআইডি আছে। এসবের প্রায় এক কোটির এনআইডিতে কোনো না কোনো ভুল রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন