মাইক্রোসফটের সঙ্গে নোকিয়ার স্মার্টফোন ব্যবসার চুক্তি শেষ হবে ২০১৬ সালে। এরপর নোকিয়া নামে হ্যান্ডসেট তৈরি করতে আর কোনো বাধা নেই। চুক্তির এই শেষ সময়ে নোকিয়া এখন হ্যান্ডসেট বানাতে ব্যস্ত।
ইতোমধ্যে নোকিয়া বেশ কয়েকটি ফোন সেট তৈরি করেছে। এসব ফোন ২০১৬ সালে বাজারে ছাড়া হবে। এদের মধ্যে একটি ফোনের মডেল 'সি ১'। ২০১৬ সালের চতুর্থ প্রান্তিকে ফোনটি বাজারে আসবে। নোকিয়া সি ১ এ থাকছে ৫ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন
৭২০ পিক্সেল। এটির প্রসেসর হবে ৬৪ বিটের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০১। র্যাম থাকছে ২ জিবির। ফোনটির রিয়ার ক্যামেরা হবে ৮ মেগাপিক্সেলের। ফ্রন্টে থাকছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির অপারেটিং সিস্টেম হবে অ্যানড্রয়েড ৬.০ মার্শম্যালো। ফোনটির আরেকটি বিশেষত্ব হচ্ছে এটি অত্যন্ত স্লিম। সম্ভবত সিয়াওমির পর এটিই হবে বাজারে সবচেয়ে স্লিম ফোন। ফোনটির দরদাম কি হবে সে সম্পর্কে এখনো ধারণা পাওয়া যায়নি। তবে দাম সাধারণের নাগালে থাকবে এটুকু নিশ্চিত করেছে নোকিয়া।
একটি মন্তব্য পোস্ট করুন