গ্যাসোলিনের দাম কমায় এবং সুদের হার কম থাকায় সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে জেনারেল মোটরস
, ফোর্ড
এবং ফিয়াত ক্রিসলার
কোম্পানির গাড়ি
ও পিক-আপ ভ্যানের
বিক্রি বেড়েছে।
এ সময়টায় চীন এবং উত্তর আমেরিকায় সবচেয়ে বেশি বেড়েছে এসব ব্র্যান্ডের গাড়ির বিক্রি। ২০১৬ সালে বিক্রি দ্বিগুণের লক্ষ্যমাত্রা রেখেছে জিএম।


একটি মন্তব্য পোস্ট করুন