কোরবানি ঈদে সারা দেশে রেল যোগাযোগ নির্বিঘ্ন রাখতে রেললাইনের আশাপাশে যাতে কোরবানির পশুর হাট না বসাতে সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এছাড়া হাট বসলেও কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে দশম জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে কমিটির সদস্য রেলমন্ত্রী মো. মুজিবুল হক, খালিদ মাহমুদ চৌধুরী, মো. আলী আজগর, মুহাম্মদ মিজানুর রহমান, মো. সিরাজুল ইসলাম মোল্লা, মোহাম্মদ নোমান ও ইয়াসিন আলী অংশ নেন। এ ছাড়া বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, মহাপরিচালক এবং মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকের পর সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে আগামী ঈদুল আজহার সময় রেলের যাত্রীদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে। এ জন্য অতিরিক্ত ট্রেন ও বগির ব্যবস্থা করতে এবং কোনো রেললাইনের আশপাশে যাতে পশুর হাট না বসে সেজন্য কঠোর ব্যবস্থা নিতে সুপারিশ করেছে কমিটি।
এ ব্যাপারে জানতে চাইলে কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী সাংবাদিকদের বলেন, ঈদে রেলে যাতায়াতে যাত্রীদের ব্যাপক চাপ থাকে। আর এর মধ্যে লাইনের আশপাশে গরুর হাট বসলে ট্রেন চলাচল ব্যাহত হবে। তাই গরুর হাট না বসানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন