বলিউডে রয়েছেন অনেক খ্যাতিমান তারকা। সেইসব তারকারও যেমন খ্যাতিমান ঠিক এই বরেণ্য তারকাদের থাকে অসংখ্য ভক্তগণ। যারা পর্দায় তাদের প্রিয় তারকাদের দেখার জন্য সাদর আগ্রহে বসে থাকে। প্রতিনিয়ত আমাদের লেটেস্ট বিডি নিউজের পাঠকদের জন্যে তুলে ধরা হয় বলিউড তারকাদের নিয়ে কিছু খুঁটিনাটি বিষয়, আলোচিত তথ্য বা প্রতিবেদন। ঠিক আজকেও আমাদের প্রিয় পাঠকগণের জন্য, এমন কয়েক তারকাদের প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি, যে সকল তারকারা কিনা যারা তাদের বাল্যকালের বান্ধবীদের সাথে জীবন বন্ধনে আবদ্ধ হয়েছেন,
ছবি ১ঃ জ্যাকি শ্রফ ও আয়েশা শ্রফ।
ছবি ২ঃ ফারদিন খান ও
নাতাশা মাধভানি।
ছবি ৩ঃ ইমরান খান ও তার প্রিয় সহধর্মিণী অভন্তিকা মলিক, যে কিনা ইমরানের ছোটকালের প্রিয় বান্ধবী ছিলেন।
ছবি ৪ঃ বলিউড বাদশা শাহরুখ খান ও গৌরি খান।
ছবি ৫ঃ সুনিল শেটি ও তার স্ত্রী মানা শেটি।
ছবি ৬ঃ বলিউডের কিংবদন্তি নায়ক ‘শোলে’ খ্যাত অভিনেতা ধর্মেন্দ্রর ছেলে ববি দেওল ও তার স্ত্রী তানিয়া দেওল।
ছবি ৭ঃ ভারতের জাতীয় দলের সেরা ব্যাটসম্যান ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও তার স্ত্রী সাক্ষী।
ছবি ৮ঃ বলিউডের সদ্য নতুন অভিনেতা ও গায়ক আয়ুশমান খুরানা ও তার প্রিয় স্ত্রী তাহিরা কাশিয়াপ।
ছবি ৯ঃ হৃত্তিক রোশান ও তার ছোটকালের বান্ধবী ও তার স্ত্রী সুজানে রোশান।
ছবি ১০ঃ বলিউড তারকা জায়েদ খান ও তার স্ত্রী মালাইকা পারেখ।
একটি মন্তব্য পোস্ট করুন