বুধবার দুপুর ১২টার দিকে তার নিজ ঘরে এ খুনের ঘটনা ঘটে।
নিহত জোছনা বেওয়া ওই এলাকার ফজলুর রহমানের বাসায় ভাড়া থাকতেন। তিনি মেসে রান্নার কাজ করতেন।
স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে জোছনা বেওয়া মেসে কাজ শেষে বাজার নিয়ে নিজ কক্ষে আসেন। এর কিছু পরে স্থানীয়রা তার কক্ষে গলা কাটা অবস্থায় দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
একটি মন্তব্য পোস্ট করুন