Ads (728x90)

ঢাকা বিশ্বাবদ্যালয়ে চতুর্থ জাতীয় ক্যাম্পাস প্রযুক্তি উৎসব শুরু হচ্ছে রোববার। উচ্চ শিক্ষায় তথ্যপ্রযুক্তির জ্ঞানকে সারাদেশে ছড়িয়ে দিতে এই আয়োজন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি (ডিইউআইটিএস)।
উৎসব উপলক্ষে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষের দিকে। এবারও ডিইউআইটিএসের সঙ্গে এই আয়োজনে যুক্ত আছে সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ।
রোববার শুরু হয়ে সোমবার শেষ হবে আয়োজনটি। দুই দিনব্যাপী এই আয়োজনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষার্থী, শিক্ষক ও প্রযুক্তিপ্রেমী অংশ নেবেন।
DUITS
এছাড়াও ডিইউআইটিএস বছরব্যাপী নানা আয়োজনের ধারাবাহিকতার সার্কভুক্ত দেশগুলোকে নিয়ে সেপ্টেম্বরে আরও বড় পরিসরে একটি তথ্যপ্রযুক্তি উৎসব করার চিন্তা আছে বলেও জানান আয়োজকরা।

ডিইউআইটিএসের প্রচার সম্পাদক মুখলিসুর রহমান মাহিন বলেন, উৎসব উপলক্ষে আমাদের সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এখন শুধু অপেক্ষা প্রযুক্তিপ্রেমীদের বরণ করে নেওয়ার। আশা করছি, উৎসবটি এবারও সফলভাবে আয়োজন করতে পারবো।
ডিইউআইটিএস জানায়, রোববার সকাল ৯ টায় টিএসসি চত্ত্বরে অংশগ্রহণকারীদের নিবন্ধনের মধ্য দিয়ে শুরু হবে এই আয়োজন। এরপর টিএসসি অডিটোরিয়ামে ১১ টায় ঢাবি উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। এরপর একটি বর্ণাঢ্য র্যা লি দিয়ে দিনের শুরু হবে।
পরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রকল্প প্রদর্শন, অ্যাপস ডেভেলপমেন্ট, ব্রেইনস্ট্রোমিং, গেইমিং ও কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ হবে প্রথম দিন।
দ্বিতীয় দিনে আইসিটি ও সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা, আউটসোর্সিং ও উদ্যোক্তা সম্মেলন, তথ্য-প্রযুক্তি নির্ভর বিতর্ক ও বিজনেস আইডিয়া নিয়ে সেশন। এছাড়া মিট দ্য পারসোনালিটি অনুষ্ঠানে থাকবে দেশের বিখ্যাতসব ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের সুযোগ।
এরপর বিকেল তিনটায় প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দিবেন তথ্য যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সবশেষে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এবারের উৎসবে গোল্ড স্পন্সর হিসেবে থাকছে মোবাইল ব্র্যান্ড সিম্ফনি, সিলভার স্পন্সর ডেল এবং নিবন্ধন পার্টনার বিকাশ।

একটি মন্তব্য পোস্ট করুন