Ads (728x90)

ফ্রান্সের সঙ্গে আনুষ্ঠানিকভাবে মিস্ত্রাল জাহাজ ক্রয় সংক্রান্ত ৯৫ কোটি ইউরো'র একটি চুক্তি সই করেছে মিশর।
শনিবার, কায়রোতে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি এবং ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলসের উপস্থিতিতে দুই দেশের নৌবাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে এই চুক্তি সই অনুষ্ঠিত হয়। এছাড়াও, দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীর উপস্থিতিতে এ সময় নিরাপত্তা ও প্রতিরক্ষা সহায়তা বিষয়ক একটি সমঝোতা স্বারকেও সই করে মিশর ও ফ্রান্স। 
এর আগে, গত আগস্ট মাসে, রাশিয়ার কাছে মিস্ত্রাল জাহাজ বিক্রির কথা থাকলেও ইউক্রেন সংকটের কারণে তা বাতিল করে ফ্রান্স। 

একটি মন্তব্য পোস্ট করুন