বাংলাদেশের বাজারে এসেছে ইন্টেলের পোর্টেবল কম্পিউটার। মাত্র ৪ ইঞ্চি আকৃতির বহনযোগ্য এই পোর্টেবল পিসিটিতে রয়েছে ১.৮৩ গিগাহার্জ গতির কোয়াড কোর অ্যাটম প্রসের, এইচডি গ্রাফিক্স, ২ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ।
প্রয়োজনে এতে ব্যবহার করা যাবে অতিরিক্ত ৬৪ জিবি পর্যন্ত মেমোরি কার্ড। পিসিটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে লাইসেন্সকৃত উইন্ডোজ ৮.১ বিং।
বুক পকেটে অথবা হাতের মুঠোয় বহনযোগ্য পিসিটি এইচডিএমআই পোর্টের মাধ্যমে মনিটর বা টিভিতে সংযুক্ত করতেই ডেস্কটপ বা ল্যাপটপের মতো প্রাণবন্ত হয়ে ওঠে। ওয়াই-ফাই অথবা ব্লু-টুথ প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত হওয়া যায় ইন্টারনেট দুনিয়ায়। ইউএসবি পোর্টের মাধ্যমে অতিরিক্ত ডিভাইস সংযোগ বা ডেটা আদান-প্রদান করা যাবে অনায়াসে।
ইন্টেলের এই পোর্টেবল পিসিটি দেশের বাজারে পাওয়া যাচ্ছে মাত্র ১৬ হাজার টাকায়। এটি দেশের বাজারে এনেছে কম্পিউটার সোর্স লিমিটেড। পাওয়া যাচ্ছে দেশের প্রযুক্তি বাজারগুলোতে। পিসিটিতে ১ বছরের বিক্রয়োত্তর সেবা রয়েছে। আরো জানতে যোগাযোগ: ০১৭৩০ ৩৫৯২৬৩।\অথবা সরাসরি অনলাইনে অর্ডার করুনঃ ইন্টেল স্টিক
একটি মন্তব্য পোস্ট করুন