হ্যাঁ ডাক্তারের কেরামতিই। প্রচলিত চিকিৎসাশাস্রেরত বাইরে গিরে ,পেশাগত দক্ষতা আর উপস্থিত বুদ্ধি দিয়ে যুবকের কাটা হাত জুড়ে দিলেন এক চিনা ডাক্তার।
চিকিৎসাশাস্রে কাটা অঙ্গ প্রতিস্থাপন নতুন নয়। দুর্ঘটনার পর ঠিক সময়ে ডাক্তারের কাছে এলে কাটা অঙ্গ জুড়ে দেয়া আজ আর অসম্ভব নয়। কিন্তু, হুনানের এই ডাক্তারের কাজটা এতটা সহজ ছিলনা ।
কারখানায় কাজ করার সময় অসাবধানতাবশত ধারালো স্পিনিং ব্লেডে কব্জি থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায় ঝু-র। সেই কাটা হাত নিয়েই ডাক্তারের কাছে ছুটে আসেন ওই শ্রমিক।
চিনা ডাক্তার তাং জুয়ুর কথায়, ঝু-র হাতের ক্ষত এতটাই তীব্র ছিল, সেই মুহূর্তে কিছু করা সম্ভব ছিল না। আবার কাটা হাত, এমনি ফেলে রাখলে, তা আর কাজে দেবে না। তাই আমাকে বিকল্প চিন্তা করতে হয়। প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে গ্রাফটিংয়ের কথা মাথায় আসে। সেই মতো পায়ের গোড়ালির একটু উপরে জুড়ে দেন কাটা হাতটি।
মোটেও সহজ ছিল না। ডাক্তার তাংয়ের কাছে এই অস্ত্রোপচার ছিল রীতিমতো চ্যালেঞ্জিং। এবং, এক মাসেরও বেশি সময় ধরে সেই কাটা হাতটিকে তিনি বাঁচিয়ে রাখতে সক্ষম হন। প্রায় একমাস পরে, গ্রাফটিং করে জিইয়ে রাখা হাতটি কব্জির সঙ্গে জুড়ে দেন। প্রায় ১০ ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। এখন ধীরে ধীরে সেই হাতটি নাড়াতে পারছেন ঝু। হাতে সারও আসছে। তাং জানিয়েছেন, স্বাভাবিক হতে আরও কিছু দিন সময় লাগবে।
সুত্রঃ সময়ের কন্ঠসর
একটি মন্তব্য পোস্ট করুন