Ads (728x90)

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী স্টেশনের অদুরে সেনাবাহিনীর একটি পিকআপ গাড়ি খাদে পড়ে উল্টে গিয়ে ঘটনাস্থলে দুই সেনা সদস্য নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন। গতকাল রোববার রাত ৮টার দিকে মহাসড়কের খুটখালী স্টেশনের অদুরে সেলিম ফিউচার র্পাক নামের একটি কমিউনিটি সেন্টারের সামনে সেনাবাহিনীর ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কমিউনিটি সেন্টারের বাউন্ডারি দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতেরা হলেন, সেনাবাহিনীর সৈনিক নাঈম উদ্দিন (৩০) ও শফিকুল ইসলাম (৩২) ও আহতেরা হলেন, সাজ্জাদ হোসেন (৩০) ও আরিফুল ইসলাম (৩১)। আহতদেরকে উদ্ধার করে উপজেলার মালুমঘাট
মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কক্সবাজার জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো.মাসুদ আলম সাংবাদিকদের বলেন, রোববার রাত ৮টার দিকে সেনাবাহিনীর একটি গাড়ি ঢাকা থেকে রামু সেনাজোনের উদ্দেশ্যে আসছিলেন। গাড়িটি পথিমধ্যে চকরিয়া উপজেলার খুটাখালী স্টেশন এলাকা ঢুকার মুর্হুতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় সেলিম ফিউচার পার্ক নামের একটি কমিউনিটি সেন্টারের বাউন্ডারির দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে দুই সেনাসদস্য নিহত হয়। গুরুতর আহত আরও দুই সেনা সদস্য।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি (ইনর্চাজ) আনোয়ার হোসেন বলেন, ঢাকা থেকে রামুর উদ্দেশ্যে সেনাবাহিনীর গাড়িটি যাওয়ার পথে খুটাখালী স্টেশনের বাঁক এলাকায় একটি কমিউনিটি সেন্টারের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে দুই সেনা নিহত ও দুইজন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ গুলো উদ্ধার করা হয়েছে।
জানতে চাইলে রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া সেনা ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর উজ্জল আহমেদ বলেন, ঘটনাস্থলে সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। লাশ গুলো ঘটনাস্থল থেকে নিয়ে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আহতদেরকে চকরিয়া সদর হাসপাতালে নেয়া হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন