দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনায় আইএস দায় স্বীকার করায়, বাংলাদেশকে সন্ত্রাসবাদের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ মনে করছে, যুক্তরাজ্য।
আর এ কারণে বাংলাদেশে অবস্থান করা নিজ দেশের নাগরিকদের চলাফেরায় সতর্কতা অব্যাহত রাখা হয়েছে। ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের ওয়েবসাইটে শুক্রবার এ সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, বাছবিচারহীনভাবে হামলার শিকার হতে পারেন পশ্চিমারা। এ কারণে ব্রিটিশ নাগরিকদের চলাফেরায় সাবধানতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে। হামলা এড়াতে, নিরাপত্তার ক্ষেত্রে যথাযথ পূর্বপস্তুতি রাখারও পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া সভা-সমাবেশসহ সব ধরনের জনবহুল স্থানে কম যেতে বলেছে দেশটির কর্তৃপক্ষ। সেইসাথে হোটেল ও বিভিন্ন কনফারেন্স সেন্টারে, পশ্চিমা দেশগুলোর নাগরিকরা অংশগ্রহণ করছেন এমন সমাবেশেও উপস্থিতি সীমিত করার পরামর্শ দেয়া হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন