Ads (728x90)

বিখ্যাত মোবাইল হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়া। বর্তমানে প্রতিষ্ঠানটি মাইক্রোসফটের আওতাধীন। ২০১৬ সালে মাইক্রোসটের সঙ্গে নোকিয়ার চুক্তি শেষ হবে। এরপর নোকিয়া নামে ফোন তৈরি বাজারে ছাড়বে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে নোকিয়া তাদের কনসেপ্ট ফোন নিয়ে বিস্তর গবেষণা করছে। এদের মধ্যে একটি ফোন হলো নোকিয়া সোয়ান। এই ফোনটিতে থাকছে ৪২ মেগাপিক্সেলের ক্যামেরা। 
স্মার্টফোনের বাজারে সবচে বেশি মেগাপিক্সেলের ফোনটিও নোকিয়ার দখলে। নোকিয়া ৩৩১০ ফোনটির হালনাগাদ ভার্সন বের করবে নোকিয়া। সেটি হবে ৪১ মেগাপিক্সেলের। এবার ৪২ মেগাপিক্সেলের ফোন আনার চিন্তা ভাবনা করছে প্রতিষ্ঠানটি। 

সূত্র জানিয়েছে, নোকিয়া সোয়ান কনসেপ্ট ফোনটির ট্যাবলেট এবং স্মার্টফোনের মিশেল থাকবে। এতে থাকবে দুই ডিসপ্লে। এটির প্রসেসর হবে ইন্টেলের কোয়াড কোর। র‌্যাম থাকছে ৪ জিবি। বিল্টইন মেমোরি থাকবে ১২৮ জিবি। 

সোয়ান ফোনটির ডিসপ্লে হবে ৫.৩ ইঞ্চির। নোকিয়ার এই হাইব্রিড ফোনটি ২০১৬ সাল নাগাদ বাজারে আসার কথা রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন