Ads (728x90)

হেডলাইন দেখে হয়তো অবাক হয়ে গেছেন ! হওয়ার ই কথা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এ অপারেটিং সিস্টেম এর সিকিউরিটির এ করুন দশা। জ্বী হা সম্প্রতি ক্যামব্রিজ ইউনিভার্সিটির এক পরিসংখ্যানে উঠে এসেছে এ তথ্য।
২০০০০ ইউজার এর মধ্যে একটি Device Analyzer এপ ইনস্টল করা হয়েছে। যা ব্যাকগ্রাউন্ডে করে থাকে। রেকর্ডকৃত এ ডাটার ভিত্তি করে রিসার্চাররা এ সিদ্ধান্তে পৌছেছেন। যে কোন কোন হ্যান্ডসেট গুলোর ক্রিটিকাল ভুন্যারেবলিটিস, এবং সিকিউরিটি প্যাচেস এর অভাব রয়েছে।

প্রদত্ত স্কোরগুলোর গুলোর মধ্যে গুগলের নেক্সাস ফোনগুলো ৫.২ (যা এন্ড্রয়েড ফোনের সবচেয়ে নিরাপদ পাওয়া গেছে), এলজি ফোনগুলো সেকেন্ড পজিশনে ৪.০ স্কোর, এবং মটোরোলা ৩.১ পেয়ে তৃতীয় স্থানে।
অবাক করার বিষয় Samsung, Sony, HTC and Asus এর মত জনপ্রিয় ম্যানুফ্যাকচারার মটোরোলার ও পেছনে অবস্থান করছে।
রিসার্চাররা  গুগল প্লে তে ইতিমধ্যে একটি এপ্লিকেশন রিলিজ করেছেন যার অন্যান্য ম্যানুফ্যাকচারার কোম্পানির সিকিরিউরিটি ভুন্যারেবলিটি গুলো জানা যাবে। এবং স্কোর গুলো তাদের অফিশিয়াল এ  Android Vulnerabilities সাইট টিতে পাওয়া যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন