Ads (728x90)


প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে কর্মব্যস্ত নগরবাসী নাড়ির টানে ফিরে গেছেন গ্রামে। আর তাইতো এখন অনেকটাই ফাঁকা, রাজধানী ঢাকা। নেই যানজট, নেই চিরচেনা ব্যস্ততা। নির্বিঘ্নেই চলাচল করছে যানবাহন। তবে, ফাঁকা নগরীর সার্বিক নিরাপত্তায় সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র‌্যাবের টহল টিমের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ছিল পুলিশের বাড়তি নজরদারি। রাজধানীর ফার্মগেইট এলাকা, সাধারণ কর্মব্যস্ত দিনে মাত্রাতিরিক্ত যানজটে যেখানে নাকাল হয় নগরবাসী। কিন্তু ঈদের দিনে ভিন্ন দৃশ্য। নেই যানজট, নেই চিরচেনা ব্যস্ততা। আর তাইতো ভিন্ন এক রূপে আবির্ভূত চিরচেনা রাজধানী। সব মিলিয়ে যেন এক শান্ত নগরী। শুধু এখানেই নয়, এমন দৃশ্য বাংলামটর, কারওয়ানবাজার, শাহবাগ, কাকরাইলসহ রাজধানীর সর্বত্র। রাজধানীর এমন যানজটমুক্ত পরিবেশ উপভোগ করছেন নগরবাসী। ঈদের দিনটি উদযাপনে প্রিয়জনকে সঙ্গে নিয়ে অনেকেই ফাঁকা ঢাকায় ঘুরতে বেরিয়েছেন। তবে, ফাঁকা নগরীর সার্বিক নিরাপত্তায় তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুপ্রিমকোর্ট, মন্ত্রিপাড়া, সচিবালয়সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তাদের কঠোর নজরদারি। রাজধানীর এমন চিত্র খুব বেশিদিনের নয়। ঈদের পর আবারো কর্মস্থলে ফিরবেন সাধারণ নগরবাসী। আর রাজধানী ফিরে পাবে তার চিরচেনা রূপ।

একটি মন্তব্য পোস্ট করুন