কোরবানির পশুর বর্জ্যে রাজধানীর বিভিন্ন অলি-গলিসহ সড়কের বেহাল দশার সৃষ্টি হয়েছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার ঘোষণা দেয়া হলেও তার কার্যক্রম শুরু হবে বিকেল ২টায়। দুই সিটি করপোরেশন থেকে নির্ধারিত জায়গায় কোরবানির অনুরোধ করা হলেও বেশির ভাগ নগরবাসীই নিজস্ব জায়গায় পশু জবাই করেছেন। এতে নগরীর অলিগলিতে বর্জ্য যেমন পড়েছে তেমনি রক্ত পড়ে দূষিত হচ্ছে পরিবেশ। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে প্রধান সড়কগুলো।
একটি মন্তব্য পোস্ট করুন