নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার পলাতক ১৩ আসামির মালামাল আগামী সাত অক্টোবরের মধ্যে ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার দুপুরে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম শফিকুল ইসলাম এ আদেশ দেন।
এরআগে, কড়া নিরাপত্তার মধ্যে র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ চার্জশিটভুক্ত ২২ আসামিকে আদালতে হাজির করা হয়। আসামিদের পক্ষে ওকালতনামা না থাকায়, সংক্ষিপ্ত শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
এছাড়া, আগামী সাত অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত। পাশাপাশি, এসময়ের মধ্যে পলাতকদের অস্থাবর মালামাল ক্রোকের পর ডিবি পুলিশকে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়।
গত বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমারসহ সাতজনকে অপহরণের পর হত্যা করা হয়
একটি মন্তব্য পোস্ট করুন