Ads (728x90)

নানা আয়োজনের মধ্য দিয়ে ইন্দো-পাক যুদ্ধের অর্ধশতবার্ষিকী পালন করছে ভারত ও পাকিস্তান। প্রতিরক্ষা দিবস উপলক্ষে দেয়া বার্তায় পাক প্রেসিডেন্ট মামনুন হুসাইন খান বলেন, জার্ব-ই আজব সফল অভিযানের মাধ্যমে পাকিস্তানি সেনারা প্রমাণ করেছে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ওপর যেকোনো হুমকি তারা মোকাবেলা করতে সক্ষম।

এদিকে, ইন্দো-পাকিস্তান যুদ্ধের বর্ষপূর্তিকে সামনে রেখে ভারত ও পাকিস্তানে পাল্টাপাল্টি বিক্ষোভ হয়েছে।

বরাবরই এই যুদ্ধে জয়ের দাবি করে আসছে ভারত ও পাকিস্তান দুই দেশ। তবে পাকিস্তানি ইতিহাসবিদ আকবর এস জাইদি ইসলামাবাদের বিজয়ের দাবিকে উড়িয়ে দিয়ে বলেন, ইতিহাসে এরচেয়ে বড় মিথ্যার নজির নেই। শুক্রবার করাচি বিশ্ববিদ্যালয়ে দেয়া বক্তব্য তিনি বলেন, ১৯৬৫ সালের ইন্দো-পাক যুদ্ধে ভারতের কাছে ভয়াবহ পরাজয় ঘটেছিল পাকিস্তানের।

পাকিস্তানের ইতিহাসবিদ আকবর এস জাইদি বলেন, 'শিক্ষার্থীদের পাকিস্তানের প্রকৃত ইতিহাস জানতে দেয়া হচ্ছে না, বরং তাদের ওপর একটি আদর্শিক দৃষ্টিভঙ্গি চাপিয়ে দেয়া হচ্ছে। একটি ভৌগোলিক সত্ত্বা হিসেবে পাকিস্তানকে দেখা খুবই জরুরি।'

এদিকে, প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তার বার্তায় ১৯৬৫ সালের যুদ্ধে নিহত পাক সেনাদের প্রতি শ্রদ্ধা জানান। ১৯৬৫ সালের যুদ্ধে জয় লাভের দাবি করে ভারত ও পাকিস্তান দুই দেশই ৬ সেপ্টেম্বর যুদ্ধে বিজয়ের উৎসব পালন করে আসছে।

দিবসটি উপলক্ষে শনিবার দুই দেশই পাল্টাপাল্টি র‌্যালি ও সমাবেশের আয়োজন করে। ১৯৬৫ সালে ১৭ দিনের যুদ্ধে ভারতের প্রায় ৩ হাজার এবং পাকিস্তানের ৩ হাজার ৮শ' সেনা নিহত এবং আহত হয় হাজার হাজার মানুষ।

একটি মন্তব্য পোস্ট করুন