Ads (728x90)


সৌদি আরবের মসজিদুল হারামে ক্রেন পড়ে শুক্রবার যে ভয়বহ দুর্ঘটনা হয়েছে, সেটির মালিক হচ্ছেন আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের পরিবার। ওই  দুর্ঘটনায় ১০৭ জন নিহত এবং আরো ২৩৮ জন আহত হয়েছেন।

সৌদিতে ধনকুবের লাদেন পরিবারের রয়েছে বিশাল নির্মাণ ব্যবসা। এ ব্যবসার স্বার্থেই তারা জার্মানি থেকে এই বিশাল ক্রেনটি আমদানি করেছিল। লাদেনের পিতা মোহাম্মদ আল লাদেন তৈরি করেছিলেন এই কনসোর্টিয়াম ব্যবসা। সৌদিতে তাদের বিখ্যাত কোম্পানির নাম হচ্ছে বিন লাদেন গ্রুপ।  দেশটিতে যত বড় বড় ইমারত রয়েছে সেগুলোর অধিকাংশই নির্মাণ করেছে লাদেনরা।
সম্প্রতি মসজিদুল হারামের সম্প্রসারণের কাজটি হাতে নিয়েছিল আল লাদেন গ্রুপ। ১৪ বিলিয়ন পাউন্ডের এই প্রকল্পের কাজ সম্পন্ন হলে সেখানে ২২ লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। এছাড়া কোম্পানিটি জেদ্দায় ‘কিংডম টাওয়ার’ নির্মাণ করছে যেটি হবে বিশ্বের সর্বোচ্চ ভবন।

একটি মন্তব্য পোস্ট করুন