প্রশ্নঃ দোকানদারেরা নকল প্রসাধনি অরিজিনাল বলে বিক্রি করে।।সুতরাং কোনটা অরিজিনাল সেটা বুঝবো কীভাবে?? বিশেষ করে ফেয়ারনেস ক্রীম,ফেচওয়াস,পারফিউম ইত্যাদী???
উত্তরঃ ব্রান্ডের কসমেটিক গুলোতে সেই ব্রান্ডের লোগো থাকে , আর সাধারণত লোশন, শাম্পু, ন্ডিশনার এই ধরনের কসমেটিক এর মুখ প্লাস্টিক দিয়ে রাপ করা থাকে সেই প্লাস্টিক এও ব্র্যান্ড এর লোগো থাকে , কিন্তু এখন এমন এসেছে যে যে কোনো ব্রান্ডের এর লোগো নকল করে নিচ্ছে , এই জন্য ভিন্ন কসমেটিক এর আসল আর নকল চিনা খুবই মুশকিল , যে সে দোকান থেকে না কিনে . কোনো ভালো নামী দোকান থেকে কেনা উচিত।
অরজিনাল আর নকল পন্যের সাজসজ্জা একই হয়, তবুও নকল গুলোর কৌটা কিছুটা নিম্ন মানের হয়, তবে সবার পক্ষে এটা বুঝতে পারা সম্ভব হয়না। অরজিনাল প্রসাধনীতে হলোগ্রাম থাকবে, তবে কিছু কোম্পানি হলোগ্রাম ব্যাবহার করেনা। আর প্যাক বা কৌটার নিচে কিছু নাম্বার বা সংকেত খোদাই করা থাকবে যা কিনা নকল পণ্যে থাকেনা। তবে সর্বোপরি আপনার কমন সেন্স ব্যাবহার করতে হবে। ভালো দোকান থেকে পন্য কিনুন, সন্দেহ হলে অন্য দোকানে যান।
একটি মন্তব্য পোস্ট করুন