এবারের অ্যাপল ইভেন্টে অ্যাপল উন্মোচন করেছে তাদের নতুন দুটি স্মার্টফোন আইফোন ৬এস এবং আইফোন ৬এস প্লাস। ইভেন্টে স্মার্টফোন দুটির উল্লেখযোগ্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হলেও অজানা রয়ে গেছে ফোন দুটির হার্ডওয়্যারের ফিচার তালিকা।
তবে সম্প্রতি অ্যাপলের এক সাপোর্ট কর্মকর্তা রেডিটের এক থ্রেডে জানিয়ে দিয়েছে আইফোন ৬এস এবং আইফোন ৬এস প্লাসে থাকছে ২ গিগাবাইট র্যাম। যদিও বেশ আগে থেকেই এরকমটা হতে পারে বলে গুজব ছড়িয়ে পড়েছিল। আইফোনের অন্যান্য হার্ডওয়্যার ফিচারের মধ্যে রয়েছে ৬৪ বিট এ৯ চিপ। আরও উন্নত গ্রাফিক্স এবং সিপিইউ পারফর্মেন্স। তবে সিপিউ এবং গ্রাফিক্স সম্পর্কে এখনো কোন পরিপূর্ণ তথ্য প্রাকাশ করেনি অ্যাপল।
এদিকে অ্যাডোবির প্রমোশনাল ব্লগে উল্লেখ করা হয়েছে অ্যাপলের নতুন আইপ্যাড প্রো ডিভাইসে থাকছে ৪ গিগাবাইট র্যাম যা কিনা অ্যাপলের ইতিহাসে যেকোন আইডিভাইসের ক্ষেত্রে সর্বোচ্চ।
একটি মন্তব্য পোস্ট করুন