বাজারে কম দামের স্মার্টফোন হিসেবে অ্যালকাটেল ওয়ান টাচের বেশ কদর রয়েছে। সম্প্রতি গুজব ছড়িয়েছে, প্রতিষ্ঠানটি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত একটি স্মার্টফোন তৈরির কাজ শুরু করেছে। অ্যালকাটেলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট স্টিভ কিসটুল্লি জানান, এ বছরের শেষের দিকে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোন
বাজারে আসতে যাচ্ছে। তবে এটা তার অফিসিয়াল বক্তব্য নয়। প্রযুক্তি পণ্যের হাঁড়ির খবর প্রকাশকারী ওয়েবসাইট @evleaks জানিয়েছে, অ্যালকাটেলের নতুন ফোনটিতে স্ন্যাপড্রাগন ২১০ এসওসি প্রসেসর থাকছে। এটির ডিসপ্লে হবে ৫.৫ ইঞ্চির। ডিসপ্লেতে ৭২০ পিক্সেল থাকছে। ফোনটির র্যাম হবে ২ জিবি। বিল্টইন মেমোরি থাকছে ১৬ জিবি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ থাকছে। নতুন ফোনটির ব্যাটারি হবে ২৫০০ মিলিঅ্যাম্পায়ারের। এই ফোনটির রিয়ার ক্যামেরা হবে ৮ মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেলের। এই ফোনটি এলটিই নেটওয়ার্ক সমর্থন করবে। সূত্র জানিয়েছে, অ্যালকাটেলের উইন্ডোজ ফোনটির দাম হবে গ্রাহকদের হাতের নাগালের মধ্যেই। মাইক্রোসফটের উইন্ডোজ ফোনের চেয়েও অ্যালকাটেলের ফোনের দাম তুলনামূলক কম হবে।
একটি মন্তব্য পোস্ট করুন