গাজীপুর লাইভ: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেছেন, সম্ভাবনা ও সুযোগ থাকার পরও বাংলাদেশ এখনো উন্নতি থেকে অনেক পিছিয়ে আছে সৎ ও মেধাবী নেতৃত্বের অভাবে। এ অভাব আজকের মেধাবীদেরকে পূরণ করতে হবে। জনগণ আশা করে সৎ ও চরিত্রবান মেধাবীরাই দেশকে উন্নতির দিকে এগিয়ে নিবে।
রোববার দুপুরে ছাত্রশিবিরের গাজিপুর মহানগরী শাখা আয়োজিত এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের জন্য সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শাখা সভাপতি ফুয়াদ হাসান পল্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক কার্যকরী পরিষদ সদস্য ড. আহসান হাবিব ইমরোজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক মতিউর রহমান, ঢাকা মহানগরী উত্তরের সভাপতি আনিসুর রহমান বিশ্বাস।
সেক্রেটারী জেনারেল বলেন, স্বাধীনতার পর দ্বীর্ঘ সময় নানা দল মতের শাসন জনগণ দেখেছে। কিন্তু কেউ’ই জাতির প্রত্যাশা পূরণ করতে পারেনি। দুঃজনক ভাবে রাষ্ট্র পরিচালনায় যে মেধাবীরা রয়েছে তারা দুর্নীতির কাছে পরাজিত হয়ে গেছে। জাতি তাদের নিয়ে অনেক বড় প্রত্যাশা করলেও তারা উল্টো জনগনের বিরুদ্ধেই ভুমিকা রাখছে।
একটি মন্তব্য পোস্ট করুন