বিশ্বে আইসিটি সেক্টরের সম্মাজনক ‘ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন
সোসাইটি (ডাব্লিউএসআইএস)’ পুরস্কার গ্রহণ করেছেন ডাক টেলিযোগাযোগ ও
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সরকারের অ্যাকসেস টু
ইনফরমেশন (এটুআই) এর ‘সার্ভিস অ্যাট সিটিজেন ডোরস্টেপস’ নামের প্রজেক্টে
বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের চূড়ান্ত মনোনয়ন পাওয়া প্রায় দেড়’শ
প্রকল্পকে পেছনে ফেলে বিজয়ী হয়েছে।
সুইজারল্যান্ডের জেনেভায় মঙ্গলবার
বাংলাদেশ সময় দুপুর এক’টায় বিজয়ী হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করা হয়।
পুরস্কার প্রদান এবং সম্মেলন নিয়ে তিনদিনব্যাপি আয়োজন শেষ হবে ১৩ জুন।
ইতিমধ্যে পুরস্কার গ্রহণ করতে পলক ছাড়াও এটুআই এর প্রকল্প পরিচালক কবির বিন
আনোয়ার এবং বাংলাদেশের ইউএনডিপি’র সহকারি পরিচালক কে এম মোরশেদ জেনেভায় এই
সম্মেলনে অংশ নিচ্ছেন।
এটুআই
এর জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা টেকশহরডটকমকে জানান,
বাংলাদেশের তথ্যপ্রযুক্তির সেবায় এটি আন্তর্জাতিক স্বীকৃতি। আমরা দেশবাসীকে
ধন্যবাদ জানাই।
উল্লেখ্য,ডব্লিউএসআইএস কর্তৃপক্ষ বাংলাদেশকে চিঠি
দিয়ে এ বিজয়ী হবার সংবাদ জানিয়ে পুরস্কার গ্রহণ করতে মন্ত্রী বা
প্রতিমন্ত্রী সমপর্যায়ের প্রতিনিধি পাঠাতে অনুরোধ করে। এটুআই এলজিআরডি
মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের নাম প্রস্তাব করে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ
হাসিনা প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে নির্বাচন করেন।
একটি মন্তব্য পোস্ট করুন