Ads (728x90)

অ্যান্ড্রয়েড ডিভাইস বেশি ব্যবহার করা হয় বলে দ্রুত চার্জও ফুরিয়ে যায়। এই সমস্যা দূর করতে টানা ৩৫ দিন চার্জ থাকবে এমন এক স্মার্টফোন বাজারে এনেছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান জেডটিই।
জেডটিই কিউ৫১৯টি মডেলের ডিভাইসটিতে রয়েছে ৫ ইঞ্চি ডিসপ্লে যার রেজ্যুলেশন হলো ৭৫০*১২৮০। প্রসেসর হিসেবে এতে ব্যবহার করা হয়েছে ১ গিগাহার্টজ কোয়াড কোর। এতে রয়েছে মিডিয়াটেক চিপসেট এবং মালি টি৭২০এমপি১ জিপিইউ।
ছবি তোলার জন্য স্মার্টফোনটির পিছনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা । সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে রয়েছে ২ মেগাপিক্সেল ক্যামেরা।
Screenshot_1

স্টোরেজ সুবিধার জন্য রয়েছে ইন্টারনাল ৮ গিগাবাইট মেমোরি এবং ১ গিগাবাইট র‍্যাম। চাইলে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে ৩২ গিগাবাইট পর্যন্ত মেমোরি বৃদ্ধি করা যাবে। অপারেটিং সিস্টেমে হিসেবে স্মার্টফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ৫.০।
ডুয়েল সিম সুবিধা রয়েছে ফোনটিতে। এছাড়া ব্লুটুথ,ওয়াইফাই প্রভৃতি সুবিধাও রয়েছে। ৪০০০ মিলিআম্পিয়ার ব্যাটারি সমৃদ্ধি ফোনটিতে ব্যাটারি সেভিং মোড রয়েছে, যার ফলে উন্নত মানের ব্যাটারি ব্যাকআপ নিশ্চিত করবে।
স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ মার্কিন ডলার। ইতিমধ্যে চীনের বাজারে বিক্রি শুরু হয়েছে ফোনটি। শিগগিরই বিশ্বের অন্যান্য দেশে বিক্রি শুরু হবে বলে জানিয়েছে হ্যান্ডসেট প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি।

একটি মন্তব্য পোস্ট করুন