জাবি লাইভ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে অনুষ্ঠিত আন্ত:বিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতা শেষ হয়েছে। এতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আর রানার আপ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
সোমবার সন্ধ্যায় লীগ ভিত্তিতে অনুষ্ঠিত প্রতিযোগিতার সমাপনী দিনে স্বাগতিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১১০-৬৪ পয়েন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে। স্বাগতিক দলের তারেক প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শোয়েব সর্বোচ্চ স্কোরার হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে প্রধান অতিথি প্রো-ভিসি প্রফেসর ড. আবুল হোসেন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ প্রফেসর ড. আবুল খায়ের, সিনেট সদস্য এ কে এম রাশেদুল হাসান মাসুম ও বিশিষ্ট শিল্পপতি আলতাফ বিশ্বাস উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় ঢাকা, চট্টগ্রাম, বুয়েট, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং স্বাগতিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় ঢাকা, চট্টগ্রাম, বুয়েট, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং স্বাগতিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।
একটি মন্তব্য পোস্ট করুন