গোল ডট কমকে দেয়া এক সাক্ষাতকারে টরেসেলি বলেন, ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ ফাইনাল বার্সেলোনাকে থামাতে “বন্দুক ও বোমা” প্রয়োজন। তাদের ভয়ংকর কয়েকজন খেলোয়ার আছে যাদের বর্তমান পারফর্মেন্স অনেক ভালো।
তাদের মধ্যে লিওনেল মেসি যার এই মৌসুমে ১০০ এর অধিক গোল করেছেন। এছাড়া নেইমার, সুয়ারেজ রয়েছেন দুর্দান্ত ফর্মে।
আমরা তাদের সাথে আমাদের সেরা দল নিয়েই মাঠে নামবো। আমাদের দলেও অনেক অভিজ্ঞ খেলোয়াররা রয়েছেন যারা ম্যাচে খুব ভালো করছেন।
তাদের আমি এই ম্যাচে এগিয়ে রাখছি, কারণ তাদের তাদের ফরোয়ার্ড লাইন অনেক শক্তিশালী। তবে আমাদের খেলোয়াররা তাদের সেরাটা দিতে পারলে জয়ী হওয়া সম্ভব।
বার্লিনে চ্যাম্পয়নস লিগের ফাইনালে শিরোপা জয়ের লক্ষ্যে ৬ জুন মুখোমুখি হবে দুদল।
একটি মন্তব্য পোস্ট করুন