স্পোর্টস লাইভ: ক্রিকেট মাঠে মৃত্যুর ঘটনা এর আগে অনেকবার ঘটেছে। কিন্তু বাংলাদেশে এবারই প্রথম ঘটলো এই ঘটনা।
ময়মনসিংহের মুক্তাগাছায় ক্রিকেট খেলা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় মাজাহারুল (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।
এই ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। শুক্রবার উপজেলার সৈয়দপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মাজাহারুল এলাকার আজাব আলীর ছেলে এবং ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
নিহতের মা মাজেদা খাতুন জানান, পূর্বশত্রুতার জের ধরে মাজহারুলকে খুন করা হয়েছে। মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ঘটনা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।নিহতের পরিবার থানায় একটি মামলা করেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন