Ads (728x90)


জনপ্রিয় আরজে নীরবকে অনেকেরই চেনা। মেয়ে পটাতে তিনি নাকি ওস্তাদ। এবার তিনি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে পটিয়েছেন। তার পেছনে ঘুরঘুর করতে করতে অবশেষে ভালোবাসি শব্দটি উচ্চারণ করিয়েছেন।
কারণটা জানা গেলে একই বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) পড়েন নীরব ও রাহা খান। রাহাকে খুবই ভালোবাসেন নীরব। কিন্তু কিছুতেই প্রিয় মানুষের মন জয় করতে পারছিলেন না তিনি। রাহা কোনভাবেই নীরবের প্রেমে সাড়া দিচ্ছেন না। তবে প্রেমিক নীরব হাল ছাড়েননি।

পেছনে ঘুরঘুর করতে করেত অবশেষে প্রিয় মানুষের মুখে ”আই লাভ ইউ” কথাটি শুনতে পারলেন নীরব।
এমনই একটি গল্প নিয়ে পরিচালক জাকেদ পারভেজ অপু নির্মাণ কাজ শেষ করলেন ”আই লাভ ইউ” নামের একটি নাটক। ধানমন্ডি ছাড়াও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) নাটকটির শুটিং হয়েছে।
নাটকটিতে আরও অভিনয় করেছেন পলাশ, প্রভা, আরফান, ঝুনা চৌধুরী, ছবি আরাফাত প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন