Ads (728x90)

ঢাকা থেকে দুই ঘণ্টায় চট্টগ্রাম যেতে ইলেকট্রিক ট্রেন চালু করতে যাচ্ছে সরকার। প্রায় ৩২ হাজার কোটি টাকা ব্যয়ে, প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নে একটি চীনা কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে রেলপথ মন্ত্রণালয়। অর্থ পেলে পাঁচ বছরের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করা যাবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
ঢাকার কমলাপুর স্টেশন থেকে, সুবর্ণ এক্সপ্রেসের চট্টগ্রাম যেতে সময় লাগে সাত থেকে আট ঘণ্টা। সময়-জ্বালানির পাশাপাশি পরিচালনার ব্যয়ও হচ্ছে বেশি। এ সমস্যা কাটিয়ে উঠতে এই রুটে ইলেকট্রিক ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে সময় লাগব মাত্র দুই ঘণ্টা।

পরিকল্পনা বাস্তবায়নে, এরই মধ্যে কাজ শুরু করেছে মন্ত্রণালয়। ফতুল্লা, দাউদকান্দি হয়ে, মোহনপুরের মধ্য দিয়ে কুমিল্লার ময়নামতি পৌছবে এই নতুন রেলপথ। তারপর কুমিল্লা-চট্টগ্রাম রুটের সমান্তরালে চলে যাবে চট্টগ্রাম। এতে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব কমবে প্রায় ৯০ কিলোমিটার।
প্রায় ৩২ হাজার কোটি টাকা ব্যয়ে, এই মেগা প্রকল্প শেষ হতে সময় লাগবে পাঁচ বছর। চট্টগ্রাম সমুদ্র বন্দরের সর্বোচ্চ ব্যবহার ও কক্সবাজারকে পূর্ণাঙ্গ পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে এই ট্রেন বিশেষ ভূমিকা রাখবে বলেও মনে করেন রেলমন্ত্রী।

একটি মন্তব্য পোস্ট করুন