এতে পুড়ে ছাই হয়ে গেছে, দু'টি বসত ঘর ও ঘরের ভেতরে থাকা বিভিন্ন জিনিসপত্র। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।পুলিশ জানায়, বুধবার রাত আড়াইটার দিকে, শহরের ঘোপ ধানপট্টি এলাকায় শহর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রোকেয়া বেগম রুকির বসত ঘরে হঠাৎ আগুন লাগে। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, পৌরসভার কাউন্সিলর পদে নির্বাচনের ঘোষণা দেয়ায়, বিরোধী পক্ষই তার বাড়িতে আগুন দিয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন