Ads (728x90)

টাঙ্গাইল-৪ আসনে কৃষক-শ্রমিক জনতা লীগের প্রার্থী কাদের সিদ্দিকীর মনোয়নপত্র বৈধ বলে গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দ মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা রিটের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।
তবে, এই আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে ঋণ খেলাপের কারণ দেখিয়ে গত ১৩ অক্টোবর কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করে দেন রিটার্নিং অফিসার আলীমুজ্জামান।
আপনি আরো পড়তে পারেনঃ হাইকোর্টে কাদের সিদ্দিকীর রিট 
প্রার্থিতা ফিরে পেতে তারা দুজনই নির্বাচন কমিশনে আপিল করেন।  কিন্তু কমিশনের শুনানিতেও তাদের আবেদন টেকেনি। অবশেষে গত মঙ্গলবার হাইকোর্টে রিট আবেদন করেন কাদের সিদ্দিকী। আদালতের আদেশের পর কাদের সিদ্দিকী বলেন, নির্বাচন কমিশন তাদের জিঘাংসা চরিতার্থ করতে তার মনোনয়নপত্র বাতিল করেছিল। কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী পদত্যাগ করায় টাঙ্গাইল-৪ আসনটি শূন্য হয়।

একটি মন্তব্য পোস্ট করুন