মঙ্গলবার রাতে চৌমুহনা এলাকার শমসের নগর সড়কে এ ঘটনার পর ব্যাংকের তিন নৈশ প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
এরা হলেন- মুজাহিদ আহমদ (২৬), মনসুর মিয়া (২৭) ও শফিক মিয়া (৩৩)। তাদের বাড়ি মৌলভীবাজার সদরে।
ব্যাংক ম্যানেজার মো. নাজমুল ইসলাম জানান, রাত ১০টার দিকে নৈশ প্রহরীর কাছ থেকে খবর পেয়ে তিনি ব্যাংকে গিয়ে পেছন দিকের জানালার গ্রিল ভাঙা পান।
“আমাদের ধারণা, ওই পথেই চোরেরা ব্যাংকে ঢুকেছে। ভল্ট রুমের ‘কলাপসিবল’ গেইটের তালা ও ভল্টের তালাও ভাঙা ছিল।”
তিনি বলেন, ভল্ট থেকে ডাকাতরা ৬ লাখ ২৬ হাজার ১১০ টাকা নিয়ে গেছে।
ব্যাংক কর্তৃপক্ষের কাছে খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। পরে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি আব্দুছ সালেক জানান, ব্যাংক কর্তৃপক্ষের কাছে খবর পেয়ে তারা সেখানে গিয়ে তিন নৈশপ্রহরীকে আটক করেন।
ব্যাংক ম্যানেজার নাজমুল ইসলাম এ ঘটনায় রাতেই মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা করেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন