Ads (728x90)

স্মার্টফোনের ব্যাটারির মিলিঅ্যাম্পায়ার বেশি হলে ফোন দীর্ঘক্ষণ সচল থাকে। ফোন দীর্ঘক্ষণ সচল রাখার জন্য শক্তিশালী ব্যাটারির ফোন তৈরি করছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ডুগি। ফোনটির মডেল ডুগি টি৬। এতে থাকছে ৬০০০ মিলিঅ্যাম্পায়ারের ব্যাটারি।  ফোন এরিনা জানিয়েছে ডুগির ফোনটিতে থাকছে মিডিয়াটেক এমটি৬৭৩৫ চিপসেট, কোয়াডকোর সিপিইউ, মালি টি৭২০ এমপি২
জিপিইউ। ফোনটির ডিসপ্লে কত ইঞ্চির সেটা এখনো জানা যায়নি। ফোনটিতে পাম্প এক্সপ্রেস ফাস্ট চার্জিং টেকনোলজি থাকছে। ডুগি টি৬ ফোনটিতে আরও থাকছে ২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি বিল্টইন মেমোরি। এতে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ থাকছে না। ফোনটির রিয়ার ক্যামেরা হবে ৮ মেগাপিক্সেলের। ফ্রন্টে থাকছে ২ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটি অ্যানড্রয়েড ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত হবে। ফোনটির ব্যাক কভার হবে মেটাল দিয়ে তৈরি। ফোনটি নভেম্বর মাস নাগাদ বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে। এটির দরদাম এখনও জানা যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন