এবারের এইচএসসি পরীক্ষায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একটি বেসরকারি কলেজে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়েই ১১২ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এতে ওই কলেজে ফল বিপর্যয় ঘটেছে। ওই বিষয়ের শিক্ষক না থাকায় এ সমস্যা হয়েছে বলে মনে করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
কলেজটির নাম নিশ্চিন্তপুর স্কুল অ্যান্ড কলেজ। ফলাফলের বিবরণী অনুযায়ী, এবারের এইচএসসিতে এ কলেজ থেকে ২২১ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাস করেন ৬১ জন। বাকি ১৬০ জনই অনুত্তীর্ণ। পাসের হার ২৭ দশমিক ৬০ শতাংশ। অনুত্তীর্ণ ১৬০ জনের মধ্যে ১১২ জনই অকৃতকার্য হয়েছে আইসিটি বিষয়ে। বাকিরা ইংরেজি, বাংলা ও অন্যান্য বিষয়ে অকৃতকার্য হয়েছেন। আইসিটি বিষয়ে পরীক্ষার্থী ছিল ১৯৭ জন।
কলেজের শিক্ষক ও শিক্ষার্থী সূত্র জানান, এ কলেজে আইসিটি, এমনকি কম্পিউটার বিষয়েও কোনো শিক্ষক নেই। কলেজের ইংরেজি বিষয়ের শিক্ষক মো. আল আমিন শিক্ষার্থীদের আইসিটি বিষয়টি পড়াচ্ছেন। এইচএসসিতে অকৃতকার্য ওই কলেজের পরীক্ষার্থী রুজিনা আক্তার বলে, ‘আইসিটির শিক্ষক না থাকায় এ বিষয়ে তেমন ক্লাস হয়নি। এ জন্য ফল এত বেশি খারাপ হয়েছে। ফলাফল পুনর্মূল্যায়নের জন্য কুমিল্লা বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রকের বরাবরে আবেদন করেছিলেন। কিন্তু তাতে কাজ হয়নি।’
কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক মো. আল আমিন বলেন, কম্পিউটার ও যোগাযোগপ্রযুক্তির ওপর তাঁর প্রশিক্ষণ রয়েছে। আইসিটি বিষয়ে শিক্ষক না থাকায় তিনি এটা পড়াচ্ছেন। এটা তাঁর বাড়তি দায়িত্ব। তবে, এত বেশি শিক্ষার্থী এ বিষয়ে ফেল করার কথা নয় বলে দাবি করেন তিনি।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ টি এম শহীদুজ্জামান বলেন, তাঁর কলেজে এবার ফল বিপর্যয়ের মূলে রয়েছে আইসিটি বিষয়ে পরীক্ষার্থীদের গণহারে ফেল। আইসিটি বা কম্পিউটার বিষয়ে শিক্ষক না থাকায় এ সমস্যা হয়েছে। তবে এ বিষয়ে এত বেশি শিক্ষার্থী ফেল করার কথা নয়। ভবিষ্যতে ফল যাতে ভালো হয়, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
একটি মন্তব্য পোস্ট করুন