ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজারের চকোরিয়া-বদরখালী সড়কে নির্মিত বাটাখালী সেঁতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার ২০ আগস্ট প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে সেতু উদ্বোধন করবেন বলে জানিয়েছেন কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগ।
উদ্বোধনের পর সেতুটি খুলে দেয়া হলে চকরিয়ার উপকূলীয় সাত ইউনিয়ন ও দ্বীপ উপজেলা মহেশখালীর সঙ্গে চকরিয়ার সড়ক যোগাযোগ সহজ হবে। এতে অত্র এলাকার হাজারো জনগণের যাতায়াতের দুর্ভোগ লঘব হবে। পাশাপাশি ওই এলাকার উৎপাদিত মৎস্য, লবণ, পানসহ নানা কৃষিপণ্য দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করাও সহজ হবে। উন্মোচিত হবে অর্থনৈতিক উন্নয়নের দ্বার।
স্থানীয়রা জানান, চকরিয়ার উপকূলীয় সাত ইউনিয়ন বদরখালী, পশ্চিম বড় ভেওলা, ঢেমুশিয়া, কোনাখালী, বিএমচর, সাহারবিল ও পূর্ববড় ভেওলার লোকজন জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় মাতামুহুরী নদী পার হয়ে চাঁদের গাড়িতে করে মহেষখালীতে যাতায়াত করতেন। জনগণের দুর্ভোগ লাঘবে এক সময় ওই নদীর ওপর একটি বেইলি ব্রীজ নির্মাণ করা হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই ওই ব্রীজর অনেক অংশ নষ্ট হয়ে যায়। এমনকি পাতাটন খুলে গিয়ে সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে। এ অবস্থায় গত বছরের মাঝামাঝি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চকরিয়ার বাটাখালী এলাকা পরিদর্শনে আসেন।
তখন তিনি চকরিয়া ও মহেশখালীবাসীর দুঃখ, দুর্দশার কথা চিন্তা করে কক্সবাজার সড়ক এবং জনপথ বিভাগকে বাটাখালী এলাকায় মাতামুহুরী নদীর ওপর একটি সেতু নির্মাণের নির্দেশ দেন। সড়ক ও জনপথ বিভাগ সেতু নির্মাণের দরপত্র আহ্বান করে। এরপর কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এবং চকরিয়া সড়ক উপবিভাগের তদারকিতে গত বছরের ১৪ ডিসেম্বর থেকে সেতুটির নির্মাণ কাজ পুনরায় শুরু হয়।
কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া বলেন, সেতু নির্মাণ কাজ শতভাগ শেষ হয়েছে। ২০ আগস্ট এ সেতুর উদ্বোধন করবেন। সেতুটি ১৭০.৭২ মিটার লম্বা, ১০.৭৫ মিটার প্রস্থ, পাঁচ স্পেন ও চারটি পিলারসহ দুই পাশে দুটি অ্যাপার্টমেন্ট বিশিষ্ট পিসি গার্ডার। সেতু নির্মাণে ব্যয় হয়েছে ১০ কোটি ৮২ লাখ টাকা। কাঙ্খিত এই সেতুটি পুরো এলাকার যাতায়াত ব্যবস্থার উন্নতির পাশাপাশি কৃষকের ভাগ্যোন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। কৃষক সহজে তাদের উৎপাদিত পণ্য উপজেলা সদরসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যেতে পারবেন। তাছাড়া এতদিন ন্যায্য দাম থেকে বঞ্চিত কৃষক এ সেতুর কারণে অনেকটাই লাভবান হবেন।
একটি মন্তব্য পোস্ট করুন