শিশুর জন্মের পর নির্দিষ্ট সময়ে তাকে টিকা দিতে হবে। আমাদের দেশে সরকারিভাবে ইপিআই কর্মসূচির আওতায় ০–২ বছরের শিশুদের বিনামূল্যে টীকা দেওয়া হয়।
শিশুকে টিকা দেওয়ার সময়সূচি (ইপিআই কর্মসূচি)-
ক্রমিক নং
|
টিকা দেওয়ার সময়
|
টিকার নাম
|
১
|
জন্মের পর পর অথবা ১৪ দিনের মধ্যে
|
বিসিজি এবং ওপিভি-০
|
২
|
৬ সপ্তাহ বা দেড় মাস (৪৫ দিন) বয়সে
|
পেনটা ১, পিসিভি ১ এবং ওপিভি ১
|
৩
|
১০ সপ্তাহ বা আড়াই মাস বয়সে
|
পেনটা ২, পিসিভি ২ এবং ওপিভি ২
|
৪
|
১৪ সপ্তাহ বা সাড়ে তিন মাস বয়সে
|
পেনটা ৩, ওপিভি ৩ এবং আইপিভি
|
৫
|
১৮ সপ্তাহ বা সাড়ে চার মাস বয়সে
|
পিসিভি ৩
|
৬
|
৯ মাস বয়সে (২৭০ দিন)
|
এম আর
|
৭
|
১৫ মাস বয়সে
|
হামের টিকা (মিজেলস)
|
টিকা দিয়ে যে সকল রোগ প্রতিরোধ করা যায়-
টিকা নাম
|
রোগ
|
বিসিজি
|
যক্ষ্মা
|
ও পিভি
|
পোলিও
|
পেনটা
|
ডিপথেরিয়া, হুপিং কাশি, টিটেনাস, হিমফিলাস ইনফ্লুয়েঞ্জা বি জনিত রোগ, হেপাটাইটিস বি।
|
পিসিভি
|
নিউমকক্কাল নিউমোনিয়া ও মেনিনজাইটিস
|
আইপিভি
|
পোলিও
|
এম আর
|
হাম ও রুবেলা
|
হামের টিকা
|
হাম
|
উপরোক্ত টিকাগুলো সরকারি ভাবে টিকাদান কেন্দ্রগুলিতে নিয়মিত প্রদান করা হয়।
এ সব টিকা ছাড়া অন্যান্য রোগের জন্য আরও কিছু টিকা আছে, যেগুলো সরকারিভাবে দেওয়া হয় না। যেমন- রোটা ভাইরাস ডায়েরিয়া, টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জার টিকা ইত্যাদি।
রোটা ভাইরাস ডায়েরিয়ার দুই ডোজ টিকা শিশুর ২ মাস এবং ৪ মাস বয়সে (Rotarix) অথবা তিন ডোজ টিকা শিশুর ২ মাস, ৪ মাস এবং ৬ মাস বয়সে (Rota Teq) দিতে হয়।
টাইফয়েডের টিকা দিতে হয় ২ বছর বয়সে। এরপর প্রতি ২ বছর পর বুস্টার ডোজ দিতে হয়।
ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে ৮ বছরের কম বয়সী শিশুর জন্য ১ম বছরে দুই ডোজ (৬ মাসের ব্যবধানে) টিকা দিতে হয়। এরপর প্রতি বছর একটি করে ডোজ দিতে হয়।
হেপাটাইটিস এ প্রতিরোধে শিশুর ১ বছর বয়সের পর দুইটি টিকা দেওয়া যায় (৬ মাসের ব্যবধানে)।
মেনিঙ্গকক্কাল মেনিনজাইটিস, ভেরিসেলা, কলেরা রোগের টিকা তেমন একটা দেওয়া হয় না। তবে প্রয়োজনীয় ক্ষেত্রে এই সব টিকা দেওয়া যেতে পারে।
লেখক
ডাঃ ইউ,কে,এম, নাজমুন আরা
এম,বি,বি,এস; এফ,সি,পি,এস (শিশু); শিশু বিশেষজ্ঞ
জুনিয়র কনসালটেন্ট (শিশু)
প্রাক্তন আবাসিক চিকিৎসক (শিশু); ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
- See more at: http://health.thereport24.com/article/833/index.html#sthash.8wvTbpcw.dpufডাঃ ইউ,কে,এম, নাজমুন আরা
এম,বি,বি,এস; এফ,সি,পি,এস (শিশু); শিশু বিশেষজ্ঞ
জুনিয়র কনসালটেন্ট (শিশু)
প্রাক্তন আবাসিক চিকিৎসক (শিশু); ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
একটি মন্তব্য পোস্ট করুন