Ads (728x90)

সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী বাংলা ভাষায় কথা বলতে পারতেন না। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তিনি বাংলা ভাষাই জানতেন না। তবে বর্তমানে তিনি বাংলা, ইংরেজি ও হিন্দিতে মোট ৭ হাজার গান মুখস্ত পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক অনুষ্ঠানে নিজের মুখে এসব কথা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ছাত্রলীগ কর্তৃক আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় একথা জানান মন্ত্রী।
তিনি বলেন, আমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছি। আমি আমার বাবার সাথে ইংলিশে কথা বলতাম, টিল ডেথ। আমি বাংলায় কথা বলতে পারতাম না। ১৯৬৪ সালের পর আমি বাংলায় কথা বলা শিখি।
মন্ত্রী এসময় আরো জানান, বাংলা, ইংরেজি ও হিন্দী মিলিয়ে প্রায় ৭হাজার গান তার মুখস্ত আছে।
তিনি ছাত্রলীগের নেতাকর্মীদেরকে শুধু পুঁথিগত বিদ্যাই নয়, এর পাশাপাশি সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে এগিয়ে যাওয়ার আহবান জানান।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক রাশেক রহমান, ঢাবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো: আবদুল আউয়াল খান, ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান ড. জিয়া রহমান ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন