লা লিগা শিরোপার পর কোপা ডেল রে’র শিরোপাও ঘরে তুলেছে লুইস এনরিকের বার্সেলোনা। প্রথম ক্লাব হিসেবে দুবার ট্রেবল জয়ের রেকর্ড গড়ার লক্ষ্যে আগামী ৬ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের মুখোমুখি হবে কাতালানরা। তবে বার্লিনের ফাইনালের আগে একটা ধাক্কা খেল মেসি-নেইমার-সুয়ারেজের দল। ইনজুরির কারণে আগামী শনিবারের ফাইনালে প্লে-মেকার আন্দ্রেস ইনিয়েস্তার খেলা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
শনিবার কোপা ডেল রে’র ফাইনালের দ্বিতীয়ার্ধের সময় ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন আন্দ্রেস ইনিয়েস্তা। খেলার ৫৫তম মিনিটে কিছুটা অস্বস্তি অনুভব করায় ইনিয়েস্তাকে তুলে নিয়ে জাভি হার্নান্দেজকে মাঠে নামান কোচ লুইস এনরিক। মাঠ ছাড়ার সঙ্গে সঙ্গেই তার পায়ের গোড়ালিতে বরফ ঘষতে দেখা যায়।
সোমবার অবশ্য এই স্প্যানিশ মিডফিল্ডারকে পরীক্ষা করানোর কথা রয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে তার ইনজুরির মাত্রা কতোটুকু বার্সার মেডিক্যাল টিম তা যাচাই করে সিদ্ধান্ত জানাবেন।
শনিবারের কোপা ডেল রে ফাইনাল শেষে অবশ্য কোচ লুইস এনরিক জানিয়েছেন, মাঠে ইনিয়েস্তা শারীরিকভাবে অস্বস্তি অনুভব করায় তাকে তুলে আনা হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে স্পেনের বিশ্বকাপজয়ী এই তারকাকে পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
লুইস এনরিক বলেন, ‘সে অস্বস্তি অনুভব করায় তাকে তুলে আনা হয়েছে। আশা করি, এটি মারাত্মক কিছু নয় এবং সে বার্লিনের ফাইনালে খেলতে পারবে। আমি তাকে শিরোপা উদযাপনের সময় লাফালাফি-মাতামাতি করতে দেখতে চাই।’
একটি মন্তব্য পোস্ট করুন