টি-২০ তে দুই ইনিংস মিলিয়ে ৪৫১ রান আর কোনো ম্যাচে হয়েছে কী-না সেটা যেমন পরিসংখ্যান ঘেটে বের করা দরকার ঠিক তেমনি কোনো ব্যাটসম্যান বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে ৬২ বলে ১৫১ রানের হার না মানা ইনিংস খেলে পরাজিত দলে থেকেছেন কী-না সেটাই দেখার বিষয়। রোববার ৬২ বলে ১৫১ রানের দানবীয় ইনিংস খেলেও ৩ রানে হেরে যায় ক্রিস গেইলের দল।
ইংল্যান্ডের ঘরোয়া লিগ ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্টে সমারসেটের হয়ে ৬২ বলে ১৫১ রানের দানবীয় ইনিংসটি খেলেন ক্রিস গেইল। কেন্টের করা ২২৭ রানের জবাবে গেইল ঝড় সত্বেও ৩ রানে হেরে যায় গেইলের সমারসেট।
৬২ বলের ইনিংসে গেইল ১০টি চার ও ১৫টি ছক্কা মারেন। শেষ ওভারে জয়ের জন্য গেইলের দলের দরকার ছিল ১৭ রান। তবে প্রথম ২ বলে স্ট্রাইক নপাননি গেইল। শেষ ৪ বলে সমান একটি করে চার ছক্কা মারলেও জয় থেকে ৩ রান দূরে থামকে হয় সামরসেটকে।
এর আগে প্রথম ম্যাচেও ব্যাট হাতে ঝড় তুলেন গেইল। ৫৭ বলে ৯২ রান করে সেই ম্যাচে দলকে দারুণ জয় প াইলে দিলেও এবার ১৫১ রান করেও পরাজিত দলে এই ক্যারিবিয়ান ব্যাটিং দানব। দল হেরে গেলেও ১৫১ রানের অতিমানবীয় ইনিংসের কল্যাণে ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার জয় করেন গেইল।
একটি মন্তব্য পোস্ট করুন