জিওনির এম৫ মধ্যম ঘরানার স্মার্টফোন। এটিতে আছে কোয়াড কোর সিপিইউ। সিপিইউর ক্লক স্প্রিড ১.৩ গিগাহার্টজ। এটিতে আছে ২ জিবি র্যাম, ১৬ জিবি ইন্টারনাল মেমোরি স্টোরেজ। মাইক্রোএসডি মেমোরি বাড়ানো যায়।
এম৫ স্মার্টফোনটির ডিসপ্লে সাড়ে পাঁচ ইঞ্চির। ডিসপ্লেতে ৭২০ পিক্সেলের অ্যামোলিড প্রযুক্তি রয়েছে।
ফোনের পেছনের ক্যামেরায় রয়েছে ৮ মেগাপিক্সেল। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। এটি অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত।
দুইটি ব্যাটারির এই স্মার্টফোনটিতে এক বার চার্জ দিলে টানা চারদিন পর্যন্ত সচল থাকে।
একটি মন্তব্য পোস্ট করুন