অনলাইন প্রতিবেদকঃ ভারতীয় মডেল ও অভিনেত্রী শিখা জোশি আত্মহত্যা করেছেন ১৬ মে। আত্মহত্যা করে মৃত্যেুর ঠিক আগ মুহূর্তের একটি ভিডিও ক্লিপ ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। এনিয়ে ভারতজুড়ে শুরু হয়েছে তোলপাড়। মৃত্যুর আহ মুহুর্তে করা ওই ভিডিওটি নিয়ে বিতর্কও দেখা দিয়েছে। অনেকেই এটাকে মানবতা বিরোধী বলে আখ্যা দিয়েছেন। ভিডিওতে দেখা গেছে, রক্তক্ষরণে শিখা মারা যাচ্ছেন। এমন অন্তিম মুহূর্তে তার সাক্ষ্য নিয়ে ব্যস্ত এক মহিলা। তিনি বারবার বলছেন কেন তুমি আত্মহত্যা করতে যাচ্ছ, এর পেছনে কারা কারা দায়ি। শিখা কথা বলতে পরছেন না, কিন্তু ওই মহিলা প্রশ্ন করেই যাচ্ছেন। শিখাকে বঁচানোর জন্য কোন চেষ্টা করছেন না।
জানা গেছে, ১৬ মে আত্মহত্যা করেছেন অভিনেত্রী শিখা জোশি। আর সেদিন আত্মহত্যা করার মুহূর্তে তার ঘটনাটি ভিডিও করেছেন শিখা’র রুমমেট। ভিডিওটিতে শিখা জোশিকে রক্তাক্ত অবস্থায় বাথরুমে পড়ে থাকতে দেখা যায়। ক্ষত বিক্ষত শরীর নিয়ে কাতরাচ্ছেন তিনি। আর এসব ঘটনা একটু দূর থেকে দাঁড়িয়ে ভিডিও করছেন একজন। ভিডিওকারী ছিলেন একজন মহিলা, ভিডিও করার সময় তিনি অভিনেত্রী শিখা জোশিকে জিজ্ঞেসও করেছেন, তার আত্মহত্যার জন্য আসলে কে দায়ী। শিখা জোশি ক্ষত বিক্ষত অবস্থায়ও তার উত্তর দিয়েছেন। ধুঁকতে ধুঁকতে শিখা জানিয়েছেন, তার মৃত্যুর জন্য দায়ী বিজয় শর্মা। তার আত্মহত্যার জন্য আরো কিছু বিবাহিত পুরুষেরও নাম বলে গেছেন জোশি।
ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর থেকে সমালোচনা শুরু হয়েছে। কেনো তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হলো না এনিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ভিডিও:
একটি মন্তব্য পোস্ট করুন