Ads (728x90)

sust (2) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চারদিন ধরে পানির জন্য হাহাকার করছেন ছাত্রীরা। পাম্প নষ্ট থাকায় বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্রী হলে চরম ভোগান্তিতে রয়েছেন ছাত্রীরা। এতে গোসলও বন্ধ হয়ে আছে অনেক ছাত্রীর। অনেকেই আবার দলবেধে অন্যের বাসায় গোসলের জন্য যাচ্ছেন। কেউ কেউ বান্ধবীর বাসায় গোসল করছেন। পানি না থাকায় গরমে অতিষ্ট ছাত্রীরা চরম ভোগান্তিতে রয়েছেন।
জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে প্রথম ছাত্রী হল ও বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলে পানি সরবরাহকারী পাম্পের মোটর পুড়ে যাওয়ার পর থেকে হাহাকার শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিলেট বিজিবি সদর দপ্তর থেকে প্রতিদিন একবার খাবারের পানি এবং সিটি করপোরেশন থেকে দৈনন্দিন ব্যবহারের পানি সরবরাহ করছে। কিন্তু তা প্রয়োজনের তুলনায় খুবই অপর্যাপ্ত।
এদিকে চার দিনেও পাম্প মেরামতের ব্যাপারে কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আশা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন শিক্ষার্থীরা।
ছাত্রীরা জানান, চরম গরমে পানির জন্য হাহাকার শুরু হয়েছে। গোসল না করতে পেরে গরমে নাভিশ্বাস উঠেছে তাদের। পড়াশোনাও হচ্ছে না। আর রাতের বেলাতে শান্তি নেই। গরমের কারণে ঘুমাতে পারছেন না তারা।
এব্যাপারে প্রথম ছাত্রী হলের প্রভোস্ট মাহরুবা শারমিন চৌধুরী এবং বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্ট রোকসান বেগমকে বেশ কয়েকবার কল করা হলেও তারা ফোন ধরেননি।

একটি মন্তব্য পোস্ট করুন