Ads (728x90)


বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে নিজেদের সেরাটা খেলে অন্তত একটি জয় তুলে নিতে পারলে তা দেশের ক্রিকেটের জন্য খুবই ভালো হবে বলে মন্তব্য করেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল।
শনিবার দুপরে গুলশানের লেকশোর হোটেলে একটি কোম্পানির শুভেচ্ছা দূত হিসেবে চুক্তি সাক্ষর অনুষ্ঠানে এসে তিনি এ কথা বলেন। সফরে অজিদের হয়ে কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার না আসায় সিরিজে ভালো করাটা টাইগারদের জন্য সহজ হবে বলেও মনে করেন তিনি।

দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে ছুটি কাটিয়ে আবারও মাঠে অনুশীলনে ব্যস্ত তামিম-মুশফিকরা। কখনো জিমে কখনোবা আবার মাঠে, নিজেদের ঝালিয়ে নিতেই শতভাগ মনোযোগী মাশরাফি রিয়াদরা।
কারণ এমাসের শেষের দিকেই যে ঘরের মাঠে আসছে শক্তিশালী অস্ট্রেলিয়া। যেখানে কোন ওয়ানডে বা টি-টোয়েন্টি না থাকলেও টাইগাররা অজিদের বিপক্ষে লড়াই করবেন দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে।
তামিম ইকবাল বলেন, আমাদের জন্য অস্ট্রেলিয়া সিরিজ বেশ গুরুত্বপূর্ণ। আমাদের চেষ্টা থাকবে সব বিভাগেই ভালো খেলা উপহার দেয়া।
এদিকে শুধু মাঠেই নয়, টাইগাররা এখন ব্যস্ত বিভিন্ন কোম্পানির শুভেচ্ছা দূত হওয়া নিয়েও। সেরকম একটি অনুষ্ঠানে এসে টাইগার ওপেনার তামিম জানান, অস্ট্রেলিয়া এ মুহূর্তে বিশ্বের সেরা ক্রিকেট দল হলেও তাদের বিপক্ষে ভালো খেলতে পারলে জয় পাওয়া সম্ভব। পাশাপাশি অজিদের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের না আসাটাও টাইগারদের জন্য ইতিবাচক হবে বলেও মত তার।
এদিকে শুভেচ্ছা দূত হওয়া কোম্পানির সহায়তা পেলে নতুন ক্রিকেটারদের তুলে আনতে একটি ক্রিকেট একাডেমি করার আগ্রহও প্রকাশ করেন টাইগার এ হার্ডহিটার।
মাঠে খেলার কারণেই বিভিন্ন কোম্পানি টাইগারদেরকে শুভেচ্ছা দূত হিসেবে মনোনীত করছেন বলেও মনে করেন চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল।

একটি মন্তব্য পোস্ট করুন