জার্মানির বার্লিনে শুরু হয়েছে আইফা ট্রেড শো-২০১৫। আর এ
আইফা ট্রেড শোতে প্রদর্শিত হলো পোলারয়েড স্ন্যাপ নামক জিরো ইংক প্রযুক্তির
ক্যামেরা। যা কালি ছাড়াই ছবি প্রিন্ট দিতে সক্ষম। জিংক নামক একটি
প্রতিষ্ঠান এ প্রদর্শনী করে। এ ক্যামেরার মাধ্যমে তৎক্ষণাৎ ছবি প্রিন্ট
দেয়া সম্ভব। প্রিন্ট হওয়া ছবির সাইজ হবে ২x৩ ইঞ্চি।
তবে, কালির ব্যবহার না হলেও কাগজে জিংকের ব্যবহার করা হয়। যার ফলে এটি জিংক পেপার নামেই পরিচিত।
ক্যামেরাটির উপরের অংশে লাল রংয়ের সাটার বাটন এবং একটি সেলফ টাইমার আছে।
বামদিকে এস ডি কার্ড ও চার্জারের জন্য মাইক্রো ইউএসবি পোর্ট। এর নিচের অংশে
ট্রাইপড বসানোর জায়গাও আছে।
চলতি বছরের শেষের দিকে এটি বাজারে পাওয়া যাবে। এর দাম পড়বে ৯৯ ডলার।
একটি মন্তব্য পোস্ট করুন